নতুন বাংলাদেশের জন্য রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে: খসরু

Date:

- Advertisement -

নতুন বাংলাদেশের জন্য রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে, সহনশীল হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে এক সভায় তিনি এ মন্তব্য করেন।

গণতন্ত্রে বিশ্বাসীদের মধ্যে বিভেদ নেই জানিয়ে আমীর খসরু বলেন, সবাই সবার মতামত দেবে, এটাই গণতন্ত্র। নতুন বাংলাদেশের জন্য রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে, সহনশীল হতে হবে এবং মন-মানসিকতার পরিবর্তন আনতে হবে।

তিনি বলেন, যারা নির্বাচনে অংশ নিতে চায় না তারা শেখ হাসিনার সুরেই কথা বলছেন। শেখ হাসিনা চলে গেলেও দেশে স্বৈরাচারী মানসিকতা এখনও রয়ে গেছে, যা গণতান্ত্রিক সংস্কৃতির পথে বড় অন্তরায়।

সংস্কারের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, প্রস্তাব আসবে, তাতে সবার একমত হওয়া জরুরি নয়। যেসব বিষয়ে ঐকমত্য হবে সেগুলো বাস্তবায়ন করতে হবে। আর যেগুলোতে মতবিরোধ থাকবে, সেগুলো জনগণের কাছে নিতে হবে। জনগণের রায় পাওয়া প্রস্তাবই কার্যকর হবে।

আমীর খসরু বলেন, হাসিনা পালিয়ে গেলেও তার মানসিকতার কিছু লোক দেশে রয়ে গেছে। তারা সামান্য ভিন্নমত সহ্য করতে পারে না। কিছু হলেই মব তৈরি করে অন্যকে মানতে বাধ্য করছে। এটা গণতান্ত্রিক আচরণ নয়।

তিনি বলেন, বিএনপি সবসময় গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার পক্ষে। আমরা আশা করি গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া চলমান থাকবে। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এর বাইরে কোনো সুযোগ নেই।

- Advertisement -

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থীর সম্মানে দৌলতখানে গণসংবর্ধনা

ভোলা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর সম্মানে দৌলতখানে বিশাল গণসংবর্ধনা...

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে: প্রধান উপদেষ্টা

জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের দিনই গণভোট আয়োজন হবে বলে...

হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা, চিফ প্রসিকিউটরের প্রতিক্রিয়া

জুলাই আন্দোলনের সময় হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায়...

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ের তারিখ ঘোষণা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বহুল আলোচিত মানবতাবিরোধী...