দেশ ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ: মির্জা ফখরুল

Date:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করে দিয়েছে এবং এর সমাধান রাতারাতি সম্ভব নয়। নির্বাচিত প্রতিনিধিরা ন্যূনতম ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করবে। কিন্তু এমন জায়গায় যাচ্ছি, যেখানে হতাশা বাড়ছে।

শনিবার (২৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় বক্তব্য প্রদানকালে মির্জা ফখরুল বলেন, দেশের সবকিছু আমলারা নির্ধারণ করে। নির্বাচিত প্রতিনিধিরা ন্যূনতম যে ন্যায়বিচার পাওয়ার অধিকার, সেটা নিশ্চিত করবে। যখন বারবার নির্বাচন হয় তাহলে জনগণের কাছে নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা থাকে।

বিএনপি মহাসচিব আরও বলেন, যে সংস্কার বা অর্থনৈতিক কাঠামো মেরামতের কথা বলা হচ্ছে, তা একদিনে সম্ভব নয়। একই সঙ্গে, একদিনে সব দুর্নীতি কাটিয়ে ওঠা যাবে, এমনটা ভাবার কারণ নেই। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া না থাকলে সুচিন্তিত চিন্তা, নির্দিষ্ট পরিকল্পনা এবং রাজনৈতিক কর্মীদের আন্তরিকতা ছাড়া কোনো কিছুই সম্ভব হবে না।

তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু যখন বৈষম্য কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, ঠিক তখন বিষয়গুলো সম্পূর্ণ ডাইভার্ট করে উগ্রবাদ চাপিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। তখন হতাশ হচ্ছি। তর্কবিতর্ক থাকবে। কিন্তু এমন জায়গায় যাচ্ছি, যেখানে হতাশা বাড়ছে, হতাশ হতে হচ্ছে, যোগ করেন মির্জা ফখরুল।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

রাস্তা অবরোধকারীদের কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে যারা...

চাকরি করার জন্য মানুষের জন্ম হয়নি: প্রধান উপদেষ্টা

কারও চাকরি করার জন্য নয়, বরং উদ্যোক্তা হওয়ার জন্যই...

আড়াইহাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ির পাশের পুকুরের পানিতে...

জাকসুর ভিপি স্বতন্ত্রের জিতু, জিএস শিবিরের মাজহার

দীর্ঘ প্রতীক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)...