জেলা প্রতিনিধি, পিরোজপুর: পিরোজপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে একটি বিশেষ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৮ জুলাই) সকালে পিরোজপুরের বেকুটিয়া সেতুর পশ্চিম প্রান্তে নানা বয়সী শতশত নারী-পুরুষের সমাবেশ ঘটে, যা মিলন মেলায় পরিণত হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে এদিন সকাল সাড়ে ৭ টায় বেকুটিয়া সেতু টোল প্লাজা থেকে শুরু হয়ে প্রায় ৪ কিমি দীর্ঘ এই দৌড় প্রতিযোগিতা সার্কিট হাউস প্রাঙ্গনে এসে শেষ হয়।
প্রায় ৩০০ জন রেজিস্ট্রেশন করা প্রতিযোগী এই ম্যারাথনে অংশগ্রহণ করেন, যেখানে গণঅভ্যুত্থানের শহীদ এবং আহত পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ একত্রিত হন। প্রতিযোগিতার নেতৃত্ব দেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আলাউদ্দিন ভুঁইয়া জনি, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আউয়াল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জুলাই শহীদদের স্মরণে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেন প্রতিযোগিরা।
জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান বলেন, “জুলাই শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য এই প্রতিযোগিতার আয়োজন।”
ম্যারাথন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক। প্রতিযোগিতায় মো: সায়েম প্রথম, মাইনুল ইসলাম দ্বিতীয় এবং আল-আমিন তৃতীয় স্থান অধিকার করেন।

