ড্যাবেব নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Date:

- Advertisement -

জাতীয়তাবাদী শিক্ষক -চিকিৎসকের উদ্যোগে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর আসন্ন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে এ সভার আয়োজন করা হয়।

সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশের প্রথিতযশা জাতীয়তাবাদী চিকিৎসক নেতৃবৃন্দসহ পাঁচ শতাধিক চিকিৎসক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

নেতৃবৃন্দ আগামী ড্যাব নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে রাজপথে থেকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের দৃঢ় অঙ্গীকার ঘোষণা করেন।

ড্যাবের আসন্ন নির্বাচন উপলক্ষে আয়োজিত জাতীয়তাবাদী চিকিৎসকদের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি ড্যাবের সাবেক সভাপতি ডাঃ মোঃ সাইফুল ইসলাম সেলিম ও সঞ্চালনা করেন ড্যাবের সাবেক যুগ্ম মহাসচিব ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষান। স্বাগত বক্তব্য রাখেন ড্যাবের সাবেক যুগ্ম মহাসচিব ডা. এমদাদুল হক ইকবাল।

আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সহ-সম্পাদক ও ড্যাবের সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু , ড্যাবের সাবেক সহ-সভাপতি ডা. বজলুল গনি ভূঁইয়া,ড্যাব বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ সোহরাওয়ার্দী হাসপাতাল শাখার সাবেক সভাপতি ও ড্যাবের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. খায়রুল ইসলাম, বিএমইউ কার্ডিওলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিন ,ড্যাবের সাবেক সহ-সভাপতি ডা. এহতেশামুল হক তুহিন,সাবেক সহ-সভাপতি অধ্যাপক ডা. শরিফুল ইসলাম বাহার, ড্যাব ঢাকা জেলার সাবেক সভাপতি ডাঃ এ বি এম ছফিউল্লাহ,ড্যাব শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডা. এম এ কামাল, বিএমইউ ড্যাবের সাবেক সাধারণ সম্পাদক ডাঃ আব্দুস সালাম,ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিএমইউ ড্যাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মোফাখ্খারুল ইসলাম রানা, ড্যাবের সাবেক সহ-সভাপতি ডা. ডি এম এম এফ ওসমানী, সাবেক যুগ্ম মহাসচিব ডা. তৌহিদুল ইসলাম জন, সাবেক যুগ্ম মহাসচিব ডা. আবু মো. আহসান ফিরোজ, সাবেক যুগ্ম মহাসচিব ডা. হারুন উর রশীদ খান রাকিব, টাঙ্গাইল ড্যাবের সাবেক সাধারণ সম্পাদক ডা. ফরিদুজ্জামান খান,ডা. নজরুল ইসলাম আকাশ, ডা. তৌফিকুর রহমান, ডা. সাইফুল ইসলাম জুয়েল,সাবেক কার্যকরী পরিষদের সদস্য ডা. মো. জাভেদ হোসেন প্রমুখ।

অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু তার বক্তব্যে বলেন, সদ্য বিদায়ী ড্যাব কমিটি অগণতান্ত্রিকভাবে অনেক সিনিয়র নেতৃবৃন্দকে ভোটার তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছে, যা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য ও অবিবেচনাপ্রসূত। তিনি অবিলম্বে বঞ্চিত চিকিৎসকদের নাম পুনঃঅন্তর্ভুক্ত করে একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের দাবি জানান।

ডা. মো. খায়রুল ইসলাম বলেন, ড্যাবের অভ্যন্তরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদী গোষ্ঠীকে নির্বাচনের ময়দানে জনগণ ও চিকিৎসক সমাজের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে পরাজিত করতে হবে।

ডা. হারুন উর রশিদ খান রাকিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় আগামীর ড্যাব হবে একটি গণতান্ত্রিক, আধুনিক ও কার্যকর সংগঠন—যা চিকিৎসকদের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, এবং পদোন্নতির দীর্ঘসূত্রতা দূর করতে কার্যকর পদক্ষেপ নেবে। সেইসঙ্গে সার্বজনীন স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমিকা রাখবে।

ডা. এম এ কামাল বলেন, তারেক রহমানের সুস্পষ্ট ভিশনের আলোকে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে ইংল্যান্ডের National Health Service (NHS)–এর আদলে ঢেলে সাজানো সময়ের দাবি। এই মডেল অনুসরণ করে বাংলাদেশেও একটি জনকেন্দ্রিক, মানসম্মত ও ন্যায়ভিত্তিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

ডা. তৌহিদুল ইসলাম জন বলেন, এবারকার আন্দোলন হবে একটি ফ্যাসিবাদমুক্ত, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ড্যাব গঠনের বিপ্লব। সামনে গঠিতব্য ড্যাবের নতুন নেতৃত্ব সাধারণ চিকিৎসকদের হৃদয়ের স্পন্দন হয়ে কাজ করবে।

ডা: সাইফুল ইসলাম সেলিম তার বক্তব্যে বলেন, ত্রুটিপূর্ণ ভোটার তালিকা দিয়ে কোন অবস্থাতেই কোন নির্বাচন মেনে নেওয়া হবে না, আমার নির্যাতিত জাতীয়তাবাদী চিকিৎসক ভাইদেরকে বঞ্চিত করে কোন ফরমায়েশী কমিটি গঠন করতে দেওয়া হবে না।

ডা. এহতেশামুল হক তুহিন তার বক্তব্যে বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে জয়লাভ করাতে আমরা আমাদের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও সার্বক্ষণিক রাজপথে থেকে সকল অপশক্তিকে দৃঢ়ভাবে প্রতিহত করব।

মতবিনিময় সভার শেষভাগে উপস্থিত নেতৃবৃন্দ একযোগে ঘোষণা করেন—তারা ঐক্যবদ্ধ থেকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে নিরলস কাজ করে যাবেন।

- Advertisement -

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

হবিগঞ্জে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩০

এস এম খোকন, হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাত্রিবাহী বাসের...

২৩৭ আসনে বিএনপির প্রার্থী যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা...

গণভোট নিয়ে দ্রুত দলগুলোর ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানতে চায় সরকার

গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানতে চাইছে সরকার।...

কিশোরগঞ্জের উজ্জলকে খুঁজছে পুলিশ

কিশোরগঞ্জ জেলার বাসিন্দা মো. উজ্জল (২৮) একাধিক গুরুতর ফৌজদারি...