মিশরের সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

Date:

মিশরে শ্রমিকদের বহনকারী একটি মিনিবাসের সঙ্গে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই কিশোরী।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে শনিবার (২৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কায়রোর উত্তরে মেনুফিয়ায় নীল নদের ডেলটা প্রদেশের আশমাউন শহরের একটি আঞ্চলিক সড়কে স্থানীয় সময় শুক্রবার (২৭ জুন) ভোরে এ সংঘর্ষ ঘটে।

রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্র আখবার আল-ইয়ুম বলছে, শ্রমিকরা তাদের নিজ গ্রাম কাফর আল-সানাবসা থেকে কর্মক্ষেত্রে যাওয়ার সময় মিনিবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে।

রাষ্ট্রীয় মালিকানাধীন দৈনিক আল-আহরাম প্রকাশিত নাম এবং বয়সের তালিকা অনুসারে, বেশিরভাগ শ্রমিকই কিশোর ছিল—যাদের মধ্যে দুজন মাত্র ১৪ বছর বয়সি।

সরকারি পরিসংখ্যান অনুসারে, মিশরে প্রায় ১৩ লাখ অপ্রাপ্তবয়স্ক শিশু কোনো না কোনো ধরনের শিশুশ্রমে নিযুক্ত রয়েছে। প্রায়শই এসব দুর্ঘটনার শিকার হয় গ্রামীণ এলকার অপ্রাপ্তবয়স্ক শ্রমিকেরা।

মিশরের শ্রম মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে, শুক্রবারের দুর্ঘটনায় মাত্র তিনজন বেঁচে গেছেন এবং তাদের জেনারেল আশমাউন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মিশরের শ্রমমন্ত্রী মোহাম্মদ জেবরান দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লাখ মিশরীয় পাউন্ড (প্রায় ৪ হাজার ডলার) পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া আহতদের ২০ হাজার মিশরীয় পাউন্ড (৪০০ ডলার) দেওয়া হবে।

মেনুফিয়া প্রাদেশিক গভর্নর ইব্রাহিম আবু লেইমন বলেছেন, দুর্ঘটনার কারণ তদন্ত করা হবে। তবে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত গতিবেগই এর মূল কারণ হতে পারে।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

নিহত জেনারেলদের জানাজায় জনসমুদ্রে রূপ নিলো তেহরান

ইরান যদি আবার পারমাণবিক অস্ত্র তৈরি করে, তাহলে আবারও...

বোমা হামলায় পাকিস্তানের ১৩ সেনা সদস্য নিহত

স্থানীয় এক পুলিশ কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, পাকিস্তানি তালেবানদের দাবি...

ইনিংস ব্যবধানেই হারল বাংলাদেশ

ইনিংস ব্যবধানে হারটা নিদেনপক্ষে এড়ানোর লক্ষ্য ছিল বাংলাদেশের। তবে...

শুভ জন্মদিন স্যার, আপনার সঙ্গে কাজ করা বিরাট সম্মানের: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব...