ঈদের পর সবজি ও মুরগির বাজার চড়া

Date:

- Advertisement -

ঈদুল আজহার পর রাজধানীর বিভিন্ন বাজারে ক্রেতার উপস্থিতি কম থাকলেও সবজি ও মুরগির দাম বেড়েছে। মঙ্গলবার রাজধানীর বেশ কিছু বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। তবে শসার দাম কিছুটা কমেছে। অন্যদিকে, মুরগির দাম ঈদের আগের মতোই উচ্চ পর্যায়ে রয়েছে।

গ্রীষ্মকালীন সবজির দামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি (পূর্বে ৭০ টাকা), করলা ৮০ টাকা (২০ টাকা বৃদ্ধি), বরবটি ৬০ টাকা, পটল ৫০ টাকা এবং কচুর লতি ৮০ টাকা কেজি দরে। এছাড়া, সাজনা ১২০ টাকা, ঝিঙা ৬০ টাকা, কাঁচা আম ৫০ টাকা এবং কাঁচামরিচ ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

শসার দামে কিছুটা স্বস্তি মিলেছে। দেশি শসা ৬০ টাকা এবং হাইব্রিড শসা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে, লাউ ৫০–৬০ টাকা পিস, টমেটো ৪০–৫০ টাকা, গাজর ১৫০ টাকা এবং মুলা ৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

এদিকে সোনালি কক মুরগি ৩০০ টাকা, সোনালি হাইব্রিড ২৭০ টাকা এবং লাল লেয়ার ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম ১৭০ টাকা এবং দেশি মুরগি ৬৬০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

মাছের বাজারে সরবরাহ কম। রুই মাছ ৩৫০–৪৫০ টাকা, পাঙাশ ২২০ টাকা এবং কই ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আলু ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের বাজারে দেশি পেঁয়াজ ৫৫ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৪৫ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের পর বাজারে ক্রেতার চাহিদা কম থাকলেও পরিবহন ও উৎপাদন খরচ বৃদ্ধির কারণে পণ্যের দাম স্থিতিশীল বা বেশি রয়েছে। আগামী কয়েক দিনে বাজারে স্বস্তি ফিরে আসতে পারে বলে আশা করা হচ্ছে।

- Advertisement -

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

হবিগঞ্জে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩০

এস এম খোকন, হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাত্রিবাহী বাসের...

২৩৭ আসনে বিএনপির প্রার্থী যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা...

গণভোট নিয়ে দ্রুত দলগুলোর ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানতে চায় সরকার

গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানতে চাইছে সরকার।...

কিশোরগঞ্জের উজ্জলকে খুঁজছে পুলিশ

কিশোরগঞ্জ জেলার বাসিন্দা মো. উজ্জল (২৮) একাধিক গুরুতর ফৌজদারি...