চাঁনখারপুলে গণহত্যা: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচার শুরু

Date:

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

রোববার (২৫ মে) প্রসিকিউশনের পক্ষ থেকে এ অভিযোগ দাখিল করা হয়।

এর মধ্য দিয়ে জুলাই বিপ্লবের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে এ মামলার চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

চাঁনখারপুলের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জানান, ট্রাইব্যুনালে প্রথম কোনো মামলায় ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে বিচারকাজ এক ধাপ এরগিয়ে গেল।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম ও মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম। তাদের মধ্যে কয়েকজন পলাতক রয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, গত বছরের ৫ আগস্ট চানখাঁরপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি চালায়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরা এই অভিযানে সরাসরি অংশ নেন।

প্রতিবেদনে বলা হয়, আসামি হাবিবুর রহমানসহ অন্য অভিযুক্তরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং অধীনস্তদের গুলি চালানোর নির্দেশ দেন। তাদের সহযোগিতা ও নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, আন্দোলন দমন করতে ব্যবহার করা হয় আগ্নেয়াস্ত্র, এপিসি কার, হেলিকপ্টার, ড্রোন ও বিপুল পরিমাণ বুলেট। পুলিশের এই অভিযানে নিহত হন শাহরিয়ার খান আনাস, শেখ মাহদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর চামড়ার মূল্য...

কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এ বছর কোরবানি শেষ হওয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই...

পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার

জ্বালানি তেল বিক্রির কমিশন সংক্রান্ত দাবি ১৫ কর্মদিবসের মধ্যে...

দুই ছাত্র উপদেষ্টা এনসিপির না, গণঅভ্যুত্থানের প্রতিনিধি: হাসনাত

অন্তর্বর্তী সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা, আসিফ মাহমুদ সজীব...