মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে ‘স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন’ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত

Date:

মানবিক সহায়তায় সক্রিয় জাতীয় দাতব্য সংস্থা মাস্তুল ফাউন্ডেশন ঢাকায় ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন ও সংহতি জানাতে একটি বিশেষ সচেতনতা কর্মসূচি “স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন”-এর আয়োজন করেছে। এই কর্মসূচির মাধ্যমে ফিলিস্তিনের জনগণের দীর্ঘদিনের সংগ্রাম, মানবিক সংকট এবং বেঁচে থাকার আশা বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরা হয়।

শনিবার (১০ মে) ঢাকায় অনুষ্ঠিত কর্মসূচিতে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও, অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সমাজকর্মীরাও অংশ নেন।

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের মাননীয় রাষ্ট্রদূত ইউসুফ রামাদান এই কনফারেন্স তার বক্তব্যে বলেন, “Stand with Palestine” অসাধারণ এই আয়োজনের জন্য মাস্তুল ফাউন্ডেশনকে জানাই আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশ ও ফিলিস্তিন প্রমাণ করেছে যে, যতই প্রতিকূলতা আসুক, আশা ও সাহসই আমাদের পথ দেখায় এবং এগিয়ে চলার শক্তি যোগায়। গাজায় ফিলিস্তিনিদের ওপর যে সহিংসতা চলছে, তার মাঝে বাংলাদেশের পক্ষ থেকে এমন ভালোবাসা ও সমর্থন আমাদের আশাবাদী করে তোলে—যাতে একদিন ফিলিস্তিনিরা ন্যায়বিচার পাবে। কারণ ১৯৪৮ সাল থেকে তারা ইসরায়েলের দখলের নিচে কষ্ট করে দিন কাটাচ্ছে।

মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান বলেন, ‘আমরা বিশ্বাস করি, ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। বছরের পর বছর ধরে তারা যে অবিচার ও কষ্টের শিকার হয়েছেন, তার বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া উচিত। এই কর্মসূচির মাধ্যমে আমরা ফিলিস্তিনের মানুষের দুর্দশা এবং তাদের প্রতি আমাদের সমর্থন বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চেয়েছি।’

কর্মসূচিতে ফিলিস্তিনের শিক্ষার্থী এবং গাজায় বসবাস করা পরিবারের সদস্যরা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা বর্ণনা করেন। তাদের মুখ থেকে সরাসরি তাদের জীবনের কঠিন বাস্তবতা এবং বেঁচে থাকার আকুতি উপস্থিত সকলের হৃদয়কে গভীরভাবে আলোড়িত করে।

কর্মসূচির শেষে, গাজার ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য একটি তহবিল সংগ্রহ অভিযান পরিচালনা করা হয়। অনুষ্ঠানে সংগৃহীত অর্থ গাজায় খাদ্য, চিকিৎসা এবং অন্যান্য জরুরি সামগ্রী প্রেরণে ব্যবহার করা হবে।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা

শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন...

নগরভবন ছাড়লেন বিক্ষোভকারীরা, শনিবার ফের অবস্থান কর্মসূচি

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি)...

ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে নগর ভবনে তালা

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে...

আন্দোলনে যোগ দিতে জবি থেকে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে এলো ২৫টি বাস

তিন দফা দাবিতে আজও সড়কে ব্যারিকেড দিয়ে আন্দোলন করছেন...