পঞ্চগড়ে বইছে মৃদু শৈতপ্রবাহ

Date:

- Advertisement -

পঞ্চগড়ে কমেছে শীতের তীব্রতা। এতে কিছুটা স্বস্তি ফিরেছে জনমনে। রোববার (৫ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার (৪ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

রোববার (৪ জানুয়ারি) সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোরেই কুয়াশা ও মেঘমুক্ত দেখা গেছে সোনালী সূর্য। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকায় কিছুটা কমেছে শীতের তীব্রতা। ঝলমলে রোদ থাকায় সকাল থেকেই দেখা গেছে নানা শ্রেণি পেশার মানুষের কর্মব্যস্ততা।

স্থানীয়রা বলছেন, ভোরেই দেখা মিলছে সূর্যের। এর আগে ভোর থেকেই খুব ঠান্ডা লাগতো সেটা আজ নেই। যার কারণে কাজ করতে সুবিধা হচ্ছে। তবে রাতের বেলায় মনে হয় তাপমাত্রা জিরোতে নেমে আসে। পায়ের তলার মাটিও বরফের মতো লাগে। এমন ঠান্ডা, যা সহ্য করা যায় না।

পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় জানান, তাপমাত্রা কিছুটা বাড়লেও হিম-শীতল বাতাসের কারণে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। রোববার সকাল ৯টায় ৯ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। মৃদু শৈতপ্রবাহ চলমান রয়েছে। বাতাসের আদ্রতা ৮৯ শাতাংশ। ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে।

- Advertisement -

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৯২৮

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু...

ইসির প্রতীক তালিকায় এবার ‘শাপলা কলি’, গেজেট প্রকাশ

নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায় যুক্ত করা হয়েছে ‘শাপলা...

এমপিও শিক্ষকদের সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ , সর্বনিম্ন ৩০ হাজার: পে কমিশনে প্রস্তাব

নতুন বেতন কাঠামো নিয়ে পে কমিশনের সঙ্গে মতবিনিময় করেছেন...

নির্বাচন ঘিরে ইসির নতুন বিধিমালা

অন্তর্বর্তী সরকার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ঘনিয়ে আসছে বহুল কাঙ্ক্ষিত...