গভীর অবসাদে দেবদাস হয়ে গেছিলাম: আমির খান

Date:

- Advertisement -

মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড অভিনেতা আমির খান বর্তমানে বান্ধবী গৌরী স্প্রাটের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। তবে এক সাক্ষাৎকারে প্রথম স্ত্রী রিনার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তার উপর যে খারাপ একটা প্রভাব পড়েছিল সে বিষয়ে কথা বলেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, রিনা দত্তের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নিজেকে একেবারে গুটিয়ে নেন আমির খান। এমনকি কিছুদিনের জন্য কাজ করাও বন্ধ করে দেন। পাশাপাশি মদ্যপানেও আসক্ত হয়ে গিয়েছিলেন।

ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানান, আগে মদ ছুঁয়ে পর্যন্ত দেখতেন না। কিন্তু বিচ্ছেদের পর থেকে তিনি একদিনে এক বোতল মদ পান করতেন।

আমির খান বলেন, ‘যখন আমার আর রিনার বিচ্ছেদ হল আমি প্রায় ২-৩ বছর সেই শোকে ডুবে ছিলাম। আমি না কাজ করছিলাম, না স্ক্রিপ্ট পড়ছিলাম। প্রায় দেড় বছর মদ্যপানে আসক্ত ছিলাম। বিচ্ছেদের আগে কখনও মদ্যপান করিনি বা মদ ছুঁয়ে পর্যন্ত দেখিনি। কিন্তু বিচ্ছেদের পর বুঝতে পারছিলাম না যে আমার কী করা উচিত।’

তিনি বলেন, ‘যে একেবারেই মদ্যপান করতো না, সে একদিনে এক একটি বোতল মদ খেয়ে ফেলত। আমি দেবদাস হয়ে গেছিলাম। একদম দেবদাস। পুরো নিজেকে শেষ করতে দিতে উঠে পড়ে লেগেছিলাম। আমি দেড় বছর সেটা করেছিলাম। গভীর অবসাদে ডুবে গেছিলাম।’

উল্লেখ্য, ১৯৮৬ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন আমির খান এবং রিনা দত্ত। তাদের দুই সন্তান হলেন জুনায়েদ খান এবং ইরা খান। ২০০২ সালে তারা আলাদা হয়ে যান। ২০০৫ সালে এরপর মিস্টার পারফেকশনিস্ট কিরণ রাওকে বিয়ে করেন। তবে ১৫ বছর পর ২০২১ সালে সেই বিয়েতেও ইতি টানেন তিনি।

- Advertisement -

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান...

ব্যাপারটাকে ভীষণ এনজয় করি: সৌরভ

সোশ্যাল মিডিয়ার এই যুগে তারকাদের নিয়ে আলোচনা-সমালোচনা নিত্যদিনের ঘটনা।...

পথ কুকুর বা বিড়াল মারার শাস্তি কী?

পাবনার ঈশ্বরদীতে সদ্যজাত আটটি কুকুর ছানা বস্তায় ভরে পুকুরে...

জাতীয় সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর: প্রধান উপদেষ্টা 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয়...