বলিভিয়ায় ২ বাসের সংঘর্ষে নিহত ৩৭

Date:

বলিভিয়ার পশ্চিমাঞ্চলীয় পোটোসি অঞ্চলে দুই বাসের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। দেশটির পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

অবশ্য বাস দুটির চালক দুর্ঘটনায় বেঁচে গেছেন। তাদের মধ্যে একজনের অবস্থা স্থিতিশীল থাকলেও অন্যজন ইনটেনসিভ কেয়ারে রয়েছেন।

শনিবার (১ মার্চ) রাতে পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা।

পুলিশ কর্নেল উইলসন ফ্লোরেস জানান, এখন পর্যন্ত আমরা ৩৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি।

প্রতিবেদনে বলা হয়েছে, বলিভিয়ার পোটোসি বিভাগের উইউনি শহরের কাছে সংঘটিত এই দুর্ঘটনা চলতি বছরে দেশটির সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।

পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনায় বেঁচে যাওয়া দুই চালকের মধ্যে একজনকে যাত্রীরা মদ্যপ অবস্থায় দেখতে পেয়েছিলেন। তবে এর বিস্তারিত কিছু জানায়নি দেশটির পুলিশ। এ ছাড়া দুই বাসের সংঘর্ষ কীভাবে হলো- সেই সম্পর্কেও কিছু বলা হয়নি।

দুই বাসের একটি ওরুরো শহরের উদ্দেশ্যে যাচ্ছিল, যেখানে এই সপ্তাহান্তে লাতিন আমেরিকার অন্যতম বৃহৎ উৎসব ওরুরো কার্নিভাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই উৎসবে প্রতিবছর হাজার হাজার মানুষ অংশ নেয়।

বলিভিয়ার পাহাড়ি পথে প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং এগুলো মারাত্মক হয়ে থাকে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটির প্রায় এক কোটি ২০ লাখ জনসংখ্যার মধ্যে প্রতিবছর গড়ে এক হাজার ৪০০ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

পদ্মা সেতুর সার্ভিস এরিয়ায় সৌরবিদ্যুৎ প্রকল্পে চুক্তি স্বাক্ষর

পদ্মা সেতুর সার্ভিস এরিয়াগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে বাংলাদেশ সেতু...

জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনুমোদন পেল দুই অধ্যাদেশ

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দুটি অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন...

একদিনেই ডেঙ্গুতে প্রাণ গেল ৬ জনের

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু...

কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিলেন সাত কলেজের শিক্ষার্থীরা

ঢাকার সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করে অধ্যাদেশ জারির জন্য...