নিজের জমির মত ভোট পাহারা দিতে হবে: সিইসি

Date:

নিজের জমির মত ভোট পাহারা দিতে হবে, প্রয়োজনে কেন্দ্রেও পাহারা দিতে হবে বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

তিনি বলেন, ‘সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে দেশবাসীকে নিয়ে আন্দোলন সৃষ্টি করা হবে। এ আন্দোলন ভোট দেয়ার অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠিত করার। নির্বাচন যাতে সুন্দর হয় সে জন্য নিজের জমিটা যেভাবে পাহারা দেন, নিজের ভোটটিও পাহারা দিবেন। প্রয়োজনে কেন্দ্রেও পাহারা দিতে হবে।’

শনিবার (২২ ফেব্রুয়ারি) কক্সবাজারের কুতুবদিয়ায় মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ ও হাফেজ জালাল উদ্দীন আদর্শ হেফজখানার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, এমন ভোট উৎসব করতে চাই, মানুষ যাতে ভোট দিয়ে ঈদের আনন্দের মত আনন্দ উদযাপন করতে পারে। এ উৎসবে দেশপ্রেমিক, সৎ ও যোগ্য ব্যক্তিদের দেশবাসী ভোটের মাধ্যমে বিজয়ী করলে সমাজের সকল সমস্যা সমাধান হবে।

নাসির উদ্দীন বলেন, নির্বাচন কমিশন চায় একটা নিরপেক্ষ, সুন্দর ও ত্রুটিমুক্ত নির্বাচন হোক। আমরা কারও পক্ষে কাজ করি না, করবোও না। এটা আমাদের অঙ্গীকার।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে বাধাপ্রধান, মানুষ মারার ঘটনাগুলো চলবে না। এসমস্ত অপরাধ কর্মকাণ্ড কোনোক্রমেই হতে দেয়া হবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মোহাম্মদ সাদাত হোসেন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন, স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান ও কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি আ ন ম শহীদ উদ্দিন ছোটন, চট্টগ্রামস্থ ইসলামিয়া তাহফিজুল কুরাআন একাডেমির পরিচালক আলহাজ মাওলানা হাফেজ আলিমুল হক চৌধুরী আল আযহারী প্রমুখ।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন,...

‘যেকোনো পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে চীন’

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের...

‘শ্রমিক-মালিকদের যৌথ প্রচেষ্টাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে’

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিক ও...

দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কার ২০০ কেজি ওজনের বোমা নিষ্ক্রিয় করলো সিটিটিসি

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানাধীন বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে দ্বিতীয়...