বাংলাদেশে পুরো বিদ্যুৎ দেবে আদানি

Date:

বাংলাদেশকে পুরো বিদ্যুৎ সরবরাহ করতে রাজি হয়েছে ভারতের আদানি পাওয়ার। আগামী তিন মাস পর ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ পেতে যাচ্ছে বাংলাদেশ। যদিও বাংলাদেশের পক্ষ থেকে বিদ্যুতের দামে যে ছাড় ও কর–সুবিধা চাওয়া হয়েছিল, তা দিতে রাজি হয়নি আদানি। খবর রয়টার্সের।

গত ৩১ অক্টোবর থেকে গৌতম আদানির কোম্পানি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দেয়। ফলে ১ নভেম্বর বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটের একটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর বাংলাদেশ শীতকালীন কম চাহিদার কথা উল্লেখ করে এবং বিল পরিশোধ ইস্যুর কারণে শুধুমাত্র অর্ধেক বিদ্যুৎ সরবরাহ চালিয়ে যাওয়ার অনুরোধ করে।

গ্রীষ্মকালীন চাহিদার আগে এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অনুরোধে, আদানি পাওয়ার আগামী সপ্তাহে পূর্ণ সরবরাহ পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে।

তবে, আদানি পাওয়ার বাংলাদেশের ছাড় ও আর্থিক সুবিধার দাবিগুলো মেনে নেয়নি, যা কোটি কোটি ডলারের আর্থিক ছাড়ের ব্যাপার বলে জানায় সূত্রগুলো। মঙ্গলবার একটি ভার্চুয়াল বৈঠক হয় এবং আরও আলোচনার সম্ভাবনা রয়েছে।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তারা এক মিলিয়ন ডলারও ছাড় দিতে রাজি নয়।

বিপিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম মতপার্থক্য নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে তিনি রয়টার্সকে বলেছেন, আদানির সঙ্গে এখন আর বড় কোনো সমস্যা নেই, এবং পূর্ণ বিদ্যুৎ সরবরাহ শিগগিরই শুরু হবে। বর্তমানে আদানি পাওয়ারকে বিদ্যুৎ কেনা বাবদ প্রতি মাসে ৮৫ মিলিয়ন ডলারের বেশি পরিশোধের চেষ্টা করা হচ্ছে।

আদানি পাওয়ারের একজন মুখপাত্র রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। তবে মঙ্গলবার এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে, একটি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সরবরাহ নির্ভর করে ক্রেতার চাহিদার ওপর, যা পরিবর্তিত হতে থাকে।

ডিসেম্বরে আদানি গ্রুপের এক সূত্র জানিয়েছিল, বিপিডিবি কোম্পানিটি থেকে প্রায় ৯০০ মিলিয়ন ডলার পাওনা। অন্যদিকে, রেজাউল করিম দাবি করেছিলেন, এই পরিমাণ প্রায় ৬৫০ মিলিয়ন ডলার।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কার ২০০ কেজি ওজনের বোমা নিষ্ক্রিয় করলো সিটিটিসি

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানাধীন বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে দ্বিতীয়...

অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কাজ করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে...

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়...

ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এমন...