চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

Date:

তাফসির, দোয়া ও আমলের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ মাগরিব আনুষ্ঠানিকভাবে ইজতেমার কার্যক্রম শুরু হয়। মুসল্লিদের কণ্ঠে দোয়া-জিকিরে মুখরিত হয়ে উঠেছে টঙ্গীর তুরাগ তীর।

এবারের বিশ্ব ইজতেমায় অংশ নিতে দেশের ৪১টি জেলার মুসল্লিদের পাশাপাশি বিশ্বের ৭২টি দেশ থেকে ২ হাজার ১৫০ জন বিদেশি মেহমান ইতোমধ্যে ইজতেমা ময়দানে এসে পৌঁছেছেন।

তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বৃহস্পতিবার রাতে এক বার্তায় এই তথ্য জানান।

তিনি বলেন, ৩০ জানুয়ারি দিবাগত রাত ২টা পর্যন্ত ৭২টি দেশের ২১৫০ জন বিদেশি মেহমান ইজতেমা ময়দানে নির্ধারিত নিবাসে অবস্থান নিয়েছেন।

বিশ্ব ইজতেমার প্রথম রাতেই দেশবিদেশের মুরুব্বিরা ইসলামের দাওয়াত, আত্মশুদ্ধি ও ঈমানী জীবন গঠনের ওপর গুরুত্বপূর্ণ বয়ান দেন। ধর্মপ্রাণ মুসল্লিরা গভীর মনোযোগের সঙ্গে এসব বয়ান শোনেন এবং আমল করার সংকল্প করেন।

ফজরের নামাজের পর থেকে পুরো দিনজুড়ে চলবে দাওয়াতি কার্যক্রম, তাফসির ও বিশেষ দোয়ার আয়োজন। মুসল্লিরা ইসলামের দাওয়াতি শিক্ষা গ্রহণের পাশাপাশি বিশ্ব শান্তি ও কল্যাণের জন্য আল্লাহর দরবারে মোনাজাত করবেন।

গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান জানান, বিশ্ব ইজতেমায় আগত লাখো মুসল্লির নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা-ব্যবস্থা গ্রহণ করেছে। ইজতেমা মাঠ ও আশপাশের এলাকায় বিশেষ নজরদারি চালাচ্ছে পুলিশ, র‍্যাবসহ অন্যান্য বাহিনী। মুসল্লিদের চিকিৎসা ও অন্যান্য জরুরি সহায়তার জন্য বিভিন্ন সংস্থা ও স্বেচ্ছাসেবকরাও কাজ করছে।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কাজ করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে...

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়...

ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এমন...

বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা মুসলিম...