অংশীদারিত্বের নতুন অধ্যায়: বাংলাদেশে CASTROL পণ্য বিপণনে চুক্তিবদ্ধ ELB PLC এবং Rock Energy

Date:

- Advertisement -

ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স পিএলসি (ELB PLC) এবং রক এনার্জি লিমিটেড “এ নিউ চ্যাপ্টার অফ কোলাবরেশন” শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে একটি কৌশলগত অংশীদারত্ব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। দ্য ওয়েস্টিন ঢাকায় অনুষ্ঠিত এই চুক্তিসাক্ষর অনুষ্ঠান বাংলাদেশে সরকারি প্রতিষ্ঠানগুলোতে আসল এবং উচ্চমানের CASTROL লুব্রিক্যান্ট সরবরাহ জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (BPC)-এর চেয়ারম্যান (সচিব) মো. আমিন উল আহসান। তিনি এ অংশীদারত্বকে স্বাগত জানিয়ে বলেন যে, এই চুক্তি সরকারি লুব্রিক্যান্ট বিতরণ ব্যবস্থার দক্ষতা, স্বচ্ছতা এবং সেবার মান উন্নত করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শহীদুল আলম। তিনি ELB PLC-এর দীর্ঘ ঐতিহ্য তুলে ধরে প্রতিষ্ঠানটির সারাদেশব্যাপী উন্নতমানের লুব্রিক্যান্ট বাজারজাতকরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

রক এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানজীম চৌধুরী এবং প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ হোসেন তাদের যৌথ লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা অনুষ্ঠানে উপস্থাপন করেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মা অয়েল পিএলসি, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা। তারা ELB PLC-এর বিশ্বমানের লুব্রিক্যান্ট সরবরাহ নিশ্চিত করতে ধারাবাহিক প্রতিশ্রুতির প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, রক এনার্জির সঙ্গে এ অংশীদারত্ব সরকারি ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য লুব্রিক্যান্ট বিপণন ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর এবং শক্তিশালী করবে।

ELB PLC এবং রক এনার্জির এ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি ELB PLC-এর শিল্প-ঐতিহ্যকে রক এনার্জির গতিশীল বাজার সক্ষমতার সঙ্গে একত্রিত করে সরকারিভাবে সর্বোত্তম মানের লুব্রিক্যান্ট পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করবে। CASTROL-এর বিশ্বব্যাপী সফলতা ও সুনামের ভিত্তিতে এ অংশীদারিত্ব মূল্যসংযোজন, উন্নত সেবা নিশ্চয়তা এবং শিল্পে আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

- Advertisement -

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

প্রতি ভোটকেন্দ্রে পাঁচজন সেনাসদস্য চায় জামায়াত

প্রতি কেন্দ্রে একজন সেনা সদস্য মোতায়েন করলে তেমন প্রভাব...

গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে: মির্জা ফখরুল

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে...

বিজয় দিবসে এবারও হচ্ছে না প্যারেড: স্বরাষ্ট্র উপদেষ্টা

গতবারের মতো এবারও মহান বিজয় দিবসে প্যারেড হবে না...

নির্বাচন শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময়...