জাপানে ফুঁসে উঠল ভয়ংকর এক আগ্নেয়গিরি, বিপদের আশঙ্কা

Date:

- Advertisement -

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপ কাগোশিমায় ফুঁসে উঠেছে ভয়ংকর এক আগ্নেয়গিরি।

রোববার (১৬ নভেম্বর) স্থানীয় সময় ভোরে সাকুরাজিমা নামে ওই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এই অগ্ন্যুৎপাতের ফলে ইতোমধ্যে অন্তত ৪ হাজার ৪০০ মিটার (১৪ হাজার ৪৩৬ ফুট) উচ্চতা পর্যন্ত ছাই এবং ধোঁয়া ছড়িয়ে পড়েছে। খবর জাপান টুডের।

এ অবস্থায় ভয়াবহ বিপদের আশঙ্কা প্রকাশ করেছে দেশটির আবহাওয়া বিভাগ। অগ্ন্যুৎপাত অব্যাহত থাকায় স্থানীয় আবহাওয়া সংস্থা কাগোশিমা এবং পার্শ্ববর্তী কুমামোটো এবং মিয়াজাকি শহরে জারি করা হয়েছে তিন নম্বর সতর্ক সংকেত (সর্বোচ্চ স্কেল ৫)।

আবহাওয়া বিভাগ থেকে বলা হয়েছে, যেসব এলাকায় মাঝারি পরিমাণে ছাই পড়ার আশঙ্কা রয়েছে, সেখানে ছাই থেকে রক্ষা পাওয়ার জন্য পদক্ষেপ নিন। যেমন: ছাতা ও মাস্ক ব্যবহার করুন এবং ধীরে ধীরে গাড়ি চালান।

স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, গত বছরের ১৮ অক্টোবরের পর প্রথমবারের মতো ছাই ৪০০০ মিটার উচ্চতা ছাড়িয়ে গেছে। আগ্নেয়গিরির বড় বড় পাথর এদিক সেদিক ছিটকে যাচ্ছিল। তবে, কোনো পাইরোক্লাস্টিক প্রবাহ পরিলক্ষিত হয়নি।

উল্লেখ্য, সাকুরাজিমা জাপানের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুতে অবস্থিত এ আগ্নেয়গিরিটি ওসুমি উপদ্বীপের সঙ্গেও সংযুক্ত।

- Advertisement -

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে না পারলে ফ্যাসিস্টদের বিতাড়ন করা সম্ভব হবে না: সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা...

রুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) স্নাতক প্রথম বর্ষ...

ট্রাইব্যুনালে যে রায়ই হোক, কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী...

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৩৯

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু...