জামায়াতসহ ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা

Date:

- Advertisement -

নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা মানতে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দিয়েছে জামায়াতসহ সমমনা ৮ দল। এ সময়ের মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন দলগুলোর নেতারা।

বুধবার (১২ নভেম্বর) দলগুলোর পক্ষে জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নতুন এই কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা রুখতে সর্বস্তরের জনশক্তিসহ ৮ দলের নেতৃবৃন্দ দেশব্যাপী রাজপথে অবস্থান করবে। পরদিন শুক্রবার (১৪ নভেম্বর) ৫ দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

এ ছাড়া আগামী রোববার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

তবে এর আগে যদি দাবিগুলো মেনে নেয়া না হয়, তাহলে সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে।

এর আগে, মঙ্গলবার (১১ নভেম্বর) পঞ্চম ধাপের কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে সমাবেশ করে ৪ মাস ধরে আন্দোলনে থাকা ৮টি রাজনৈতিক দল। রাজধানীর পল্টনে অনুষ্ঠিত ওই সমাবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজনের বিষয়ে অনড় অবস্থান ব্যক্ত করেন নেতৃবৃন্দ। সেই সঙ্গে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া না হলে, দেশে সংসদ নির্বাচন হবে না বলেও সতর্ক করেন তারা।

জামায়াতসহ আন্দোলনরত ৮ রাজনৈতিক দলগুলোর ৫ দফা দাবিগুলো হলো—

১) জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করা।

২) আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।

৩) অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

৪) ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

৫) স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

Copied from: https://rtvonline.com/

- Advertisement -

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের...

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হবে: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এখন...

সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা গ্রেফতার

রংপুরের বদরগঞ্জে বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা ও সাবেক...

১০ মাসে দেশে ঢুকেছে আরও ১ লাখ ৩৬ হাজার ৬৪০ রোহিঙ্গা

গত বছ‌রের ডিসেম্বর থেকে চল‌তি বছরের অক্টোবর পর্যন্ত— মাত্র...