বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস অংশ নিচ্ছে বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকল অ্যান্ড মোবিলিটি এক্সিবিশন ২০২৫-এ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রদর্শনীর উদ্বোধন হয়।
প্রদর্শনীতে আকিজের অংশগ্রহণ ইলেকট্রিক ভেহিকল (ইভি) শিল্পে বাংলাদেশের সম্ভাবনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছেন আয়োজকেরা। পরিবেশবান্ধব প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানিতে উদ্ভাবনী পদক্ষেপ তুলে ধরছে প্রতিষ্ঠানটি।
আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস প্রদর্শনীতে উপস্থাপন করেছে উন্নত লিথিয়াম ব্যাটারি প্রযুক্তি, ইলেকট্রিক চার চাকার যানবাহন ও ট্রাক, চার্জিং ও ব্যাটারি সোয়াপিং স্টেশন, ইলেকট্রিক তিন চাকার ট্রাক ও মিশুক, আধুনিক দুই চাকার ইভি, হোম এনার্জি স্টোরেজ সিস্টেম এবং উদ্ভাবনী সোলার ব্লাইন্ড, সোলার গ্লাস ও সোলার প্যানেল।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, দেশীয়ভাবে উদ্ভাবিত এসব প্রযুক্তি বাংলাদেশের ইলেকট্রিক ভেহিকল ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে। এতে নবায়নযোগ্য জ্বালানিনির্ভর পরিবহন ব্যবস্থার বিকাশ ত্বরান্বিত হবে।
আকিজ ভেঞ্চার গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেকসই ও উদ্ভাবননির্ভর উন্নয়নই আমাদের ভবিষ্যৎ লক্ষ্য। এই প্রদর্শনী তারই বাস্তব প্রতিফলন।
বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকল অ্যান্ড মোবিলিটি এক্সিবিশন ২০২৫–এ আগত দর্শকেরা সরাসরি অভিজ্ঞতা নিতে পারবেন আকিজের উদ্ভাবনী প্রযুক্তির।
আকিজ ভেঞ্চার গ্রুপ দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী হিসেবে নবায়নযোগ্য জ্বালানি, ইলেকট্রিক পরিবহন ও পরিবেশবান্ধব প্রযুক্তি খাতে ক্রমাগত বিনিয়োগ করে যাচ্ছে।

