রাজধানীর পল্লবী থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, রোববার (১৯ অক্টোবর) দিনব্যাপী অভিযান পরিচালনা পল্লবী এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- বিজয় (২২), মো. রায়হান ইসলাম (২৬), মো. রবিউল ইসলাম (১৯), মো. রাব্বি (১৮), মো. নুর আলম (২৭), মো. জালাল ওরফে শাহজালাল (২৭), মো. শাওন (২৮), মো. ফিরোজ ইসলাম (২০), ইলিয়াস আহম্মেদ (৩০), মো. সুজন (১৯), কামরুজ্জামান (২৮), মো. রাজু (৩৫), বরকত উল্লা (৩২), মো. রাকিব ওরফে আসিফ (২৪), মো. রেজো (৩৮), মো. হাসান (৩০), মো. মোনা (৩০), মো. জামিল হোসেন (২৫), মো. আলমগীর হোসেন (৩৫), মো. জাহাঙ্গীর আলম (৩৮), মো. সজীব (২০), মো. রিমন (২০), মো. ইব্রাহিম (২৩) ও আল আমিন (২৫)।
পল্লবী থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।