সাব-রেজিস্ট্রি অফিসে সেবার মান ও রাজস্ব বেড়েছে

Date:

নারায়ণগঞ্জের জেলার আড়াইহাজার উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের রাজস্ব আদায় এবং সেবার মান বেড়েছে। গত বছরে রাজস্ব আদায় হয়েছে ৪৪ কোটি ৫৫ লাখ ৭৩৪ টাকা। এই বিপুল পরিমাণ রাজস্ব বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাই স্বস্তি প্রকাশ করেছে।

উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে, গত বছর ২০২৪ জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত মোট রেজিস্ট্রিকৃত দলিলের সংখ্যা ৯ হাজার ৬৩২ টি, মোট রাজস্ব আদায় হয়েছে ৪৪ কোটি ৫৫ লাখ ৭ শত ৩৪ টাকা । জানুয়ারি ২০২৫ সালে মোট দলিল সংখ্যা ৭৭৫ টি, মোট রাজস্ব আদায় হয়েছে ৪ কোটি ৮ লক্ষ ৫২ হাজার ৪শ ৭৪ টাকা ।

২০২৫ সালের বছরের শুরুতে জানুয়ারি মাসের বিপুল পরিমাণ রাজস্ব আদায় দেখেই উপলব্ধি করা যায়, এ বছরে রাজস্ব আহরণ আরও অনেক বাড়বে। এ অফিসের অধীনে মৌজা মোট ১৭৮টি, ইউনিয়ন ১০টি ও পৌরসভা ২টি। স্থায়ী কর্মকর্তা ও কর্মচারী মোট ৬ জন। অফিসার ১ জন, সহকারী ১ জন, মোহরার ২ জন, টিসি মোহরার ১ জন ও ১ জন অফিস সহায়ক। দৈনিক মজুরি ভিত্তিতে রয়েছে ১ জন উমেদার, ১ জন ঝাড়ুদার ও এবং ১ জন নৈশ প্রহরী।

একটি সূত্র জানায়, বিগত সরকারের সময় প্রায় ১২থেকে ১৪টি মৌজার জমি কেনা-বেচা বন্ধ করে রাখা হয়েছিল। স্থানীয় আওয়ামী লীগের নেতাদের মাসোয়ারা দিলে জমি বিক্রি করতে পারতো। অন্যথায় অনেকেই জমি বেচা-কেনা করতে পারতো না। যার কারণে বহু মানুষকে এ ভোগান্তি পোহাতে হয়েছে। ফলে রাষ্ট্রকেও অনেক রাজস্ব হারাতে হয়েছে। বর্তমান সাব-রেজিস্ট্রারের দক্ষতার ফলে এই সকল বন্ধ মৌজা চালু হওয়ার কারণে রাজস্ব আদায় বেড়েছে।

আড়াইহাজার উপজেলার সাব-রেজিস্ট্রার মো. সাজ্জাদ হোসেন জানান, রেজিস্ট্রেশন বিভাগ এককভাবে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব আহরণকারী বিভাগ। বিগত সময়ে সিন্ডিকেট ও পারিপার্শ্বিক ভয় ভীতির কারণে জরুরি প্রয়োজন থাকা সত্ত্বেও অনেকেই দলিল করতে আসতে পারে নি। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। জনগণ স্বতঃস্ফূর্তভাবে নিজের প্রয়োজনে জমি বেচা-কেনার জন্য অফিসে আসতে পারছে। যার ফলে রাজস্ব আহরণ এ বছর আরও বাড়বে বলে আশা কর যায়।

আড়াইহাজার উপজেলার দলিল লেখক সমিতির সভাপতি মোহাম্মদ উল্লাহ বলেন, বর্তমান সাব-রেজিস্ট্রার মহোদয়ের আন্তরিক সহযোগিতায় বিগত ফ্যাসিস্ট সময়ের ভোগান্তি আর নেই। ভালোভাবে চলছে আমাদের অফিস।

নারায়ণগঞ্জের জেলা রেজিস্ট্রার মো. আব্দুল হাফিজ জানান, অফিসের কাজ কর্মে গতিশীলতা থাকলে দলিল রেজিস্ট্রি বাড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। আমাদের অফিসাররাও জনবান্ধব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে জনগণকে উত্তম সেবা দেওয়া।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কাজ করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে...

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়...

ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এমন...

বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা মুসলিম...