সাইফের আগে শাহরুখ খানও হামলার টার্গেটে ছিলেন

Date:

বলিউডের নবাব খ্যাত সাইফ আলি খানের ওপর ছুরিকাঘাতের হামলার ঘটনায় বৃহস্পতিবার থেকেই চিরুনি অভিযান শুরু করেছে মুম্বাই পুলিশ। একইসঙ্গে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্যও দিয়েছে তারা। তদন্তে উঠে এল, সাইফকে হামলার আগে হামলাকারীদের টার্গেট ছিল শাহরুখের বাড়ি মান্নাতও!

পুলিশ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমের খবর, সাইফকে হামলার আগে শাহরুখের বাড়ি মান্নাতের আশেপাশে আনাগোনা করতে দেখা যায় এক সন্দেহভাজনকে। বাড়ির অন্দরে প্রবেশ না করলেও বাইরের দিকটা দেখে এসেছিল সেই ব্যক্তি; আর এই ঘটনা সাইফের হামলার দুইদিন আগের।

পুলিশের দাবি, মান্নাতের সামনে ঘোরাফেরা করা সেই দুষ্কৃতিকে ছয় থেকে আট ফুটের একটি লোহার মই বেয়ে মান্নাতে প্রবেশের চেষ্টা করে। মান্নাতে ঢোকার জন্য যে মইটি ব্যবহার করা হয়েছিল তা চুরি করে এনেছিল। লোহার ওই মইটি যথেষ্ট ভারী। তাই তা একার পক্ষে বহন করা যথেষ্ট কঠিন কাজ।

পুলিশ জানায়, ওই মইটি বহনের ক্ষেত্রে আরও কেউ দুষ্কৃতিকে সাহায্য করেছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতিরা দলে কমপক্ষে তিনজন ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান তদন্তকারীদের। যদিও শাহরুখের পক্ষ থেকে এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। যদিও পুলিশ এই বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

পাকিস্তান-ভারতের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

নতুন করে কাশ্মীর পরিস্থিতি ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির...

২০২৪ সালের বন্যা স্বাভাবিক ছিল না : প্রধান উপদেষ্টা

২০২৪ সালের বন্যা স্বাভাবিক বন্যা ছিল না জানিয়ে প্রধান...

৩৬ ঘণ্টার মধ্যে আক্রমণের পরিকল্পনা ভারতের:পাকিস্তানের তথ্যমন্ত্রী

ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তান আক্রমণ...

কাশ্মীর সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন ভারতের

ভারত-পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। কাশ্মীরের পেহেলহামে গত...