শ্রমিক নেতা শহীদুল্লাহ চৌধুরী আর নেই

Date:

- Advertisement -

বর্ষীয়ান রাজনীতিবিদ ও শ্রমিক নেতা শহীদুল্লাহ চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।

শুক্রবার (৩ জানুয়ারি) বেলা সোয়া ২টার দিকে রাজধানীর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য লুনা নূর এ তথ্য জানিয়েছেন।

শহীদুল্লাহ চৌধুরী বেশ কয়েক বছর ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। অসুস্থ শরীর নিয়ে তিনি ২০২০ সাল থেকে পাটকল শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। পাট-সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্ব সামলেছেন দীর্ঘদিন। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতির দায়িত্বও পালন করেছেন অনেক দিন।

১৯৯১ সালের ৩-৮ অক্টোবর সিপিবির পঞ্চম কংগ্রেস অনুষ্ঠিত হয়। এ কংগ্রেসে সাইফুদ্দিন আহমেদ মানিককে সভাপতি ও নুরুল ইসলাম নাহিদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কিন্তু সোভিয়েত ইউনিয়নের বিপর্যয়ের পর ১৯৯৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত হয় সিপিবির বিশেষ জাতীয় সম্মেলন (বিশেষ কংগ্রেস)। এই কংগ্রেসে শহিদুল্লাহ চৌধুরীকে সভাপতি ও মুজাহিদুল ইসলাম সেলিমকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। ১৯৯৯ সাল পর্যন্ত শহীদুল্লাহ চৌধুরী সভাপতির পদে বহাল ছিলেন।

এর আগে ১৯৬৪ সালে লতিফ বাওয়ানী জুট মিলে সাধারণ শ্রমিক হিসেবে যোগ দেন শহীদুল্লাহ চৌধুরী। এরপর অর্ধশতকের বেশি সময় ধরে শ্রমিক আন্দোলনে যুক্ত ছিলেন তিনি। দেশের প্রতিটি গণ-আন্দোলনে শ্রমিক-জনতার নেতা হিসেবে ভূমিকা রেখেছেন।

- Advertisement -

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

হবিগঞ্জে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩০

এস এম খোকন, হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাত্রিবাহী বাসের...

২৩৭ আসনে বিএনপির প্রার্থী যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা...

গণভোট নিয়ে দ্রুত দলগুলোর ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানতে চায় সরকার

গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানতে চাইছে সরকার।...

কিশোরগঞ্জের উজ্জলকে খুঁজছে পুলিশ

কিশোরগঞ্জ জেলার বাসিন্দা মো. উজ্জল (২৮) একাধিক গুরুতর ফৌজদারি...