শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়

Date:

- Advertisement -

একদিনের ব্যবধানে আবারও মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পড়েছে শীতের জেলা পঞ্চগড়। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

তেঁতুলিয়ায় আবহাওয়া অফিস জানিয়েছে, কয়েকদিন ধরে তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে।

স্থানীয়রা বলেন, হিমেল হওয়ায় শীতের তীব্রতা বেড়েই চলছে। পায়ের তলার মাটিও বরফের মতো লাগে। বিশেষ করে রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত চরম দুর্ভোগে পড়েছেন দিনমজুরসহ খেটে খাওয়া মানুষ। পরিবার-পরিজন নিয়ে তাদের কষ্টে দিনযাপন করতে হচ্ছে। শীত নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়ে তাপ নিতে হচ্ছে।

শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় বাড়ছে। হাসপাতালে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

তেতুঁলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয়ের কাছে হওয়ায় তীব্র শীত অনুভুত হচ্ছে তেঁতুলিয়ায়। মঙ্গলবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। যা গতকাল সকাল ৯ টায় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আগামীতে তাপমাত্রা আরও কমতে পারে।

- Advertisement -

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

মধ্যরাতে চা বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন (৩৩) নামে...

কামালকে খুব শিগগিরই বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে: প্রেস সচিব

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী...

মহাখালীতে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা...

‘বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়’

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক...