শেখ হাসিনা ভাষণ দিয়েছেন নিজ দায়িত্বে: জানাল দিল্লি

Date:

- Advertisement -

শেখ হাসিনা ভাষণ দেয়া নিয়ে নিজেদের অবস্থান জানাল ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্রী রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনা ভাষণ দিয়েছেন নিজ দায়িত্বে, ভারত সরকারের অবস্থানের সঙ্গে এটিকে মিলিয়ে দেখার সুযোগ নেই।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারের তলব নিয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরল ইসলামকে শুক্রবার বিকেল ৫টায় সাউথ ব্লকে তলব করা হয়েছে। এটা জানানো হয়েছে যে, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিকভাবে উপকারী সম্পর্ক চায়, যা সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠকে বেশ কয়েকবার পুনরাবৃত্তি করা হয়েছে।

জয়সওয়াল বলেন, তবে দুঃখজনক যে বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়মিত বিবৃতি ভারতকে নেতিবাচকভাবে চিত্রিত করে, যা অভ্যন্তরীণ শাসন সংক্রান্ত সমস্যাগুলোর জন্য আমাদের দায়ী করে। বাংলাদেশের এই বিবৃতিগুলো এলে ক্রমাগত নেতিবাচকতার জন্য দায়ী।

তিনি বলেন, শেখ হাসিনার প্রতি আরোপিত মন্তব্যগুলো তার ব্যক্তিগত ক্ষমতায় করা হয়েছে যেখানে ভারতের কোনো ভূমিকা নেই। ভারত সরকারের অবস্থানের সঙ্গে এটিকে মিশিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচকতা যোগ করতে সাহায্য করবে না। ভারত সরকার পারস্পরিকভাবে উপকারী সম্পর্কের জন্য প্রচেষ্টা চালালেও, আমরা আশা করি বাংলাদেশও পরিবেশ বিপর্যস্ত না করে একইভাবে প্রতিদান দেবে।

- Advertisement -

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

হারভেস্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজন

হারভেস্ট ইন্টারন্যাশনাল স্কুলে একটি ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। আয়োজনটি...

বাংলাদেশ-চীনের যৌথ যাত্রা শুরু, দেশেই পাবে হৃদরোগের সর্বাধুনিক চিকিৎসা

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, দেশেই হৃদরোগের সর্বোচ্চ চিকিৎসা...

বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,...

ইউক্রেনের ‘সবচেয়ে বড় সমস্যা’ কী, জানালেন ট্রাম্প

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে বর্তমানে চরম বেকায়দায়...