শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চাপ তৈরি হচ্ছে: প্রেস সচিব

Date:

জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনের পর শেখ হাসিনার ওপর চাপ বেড়েছে মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমাদের মূল লক্ষ্য তাকে (শেখ হাসিনা) বাংলাদেশে এনে বিচার করা। তাকে দেশে ফিরিয়ে আনতে যা করা দরকার, অন্তর্বর্তী সরকার সবকিছু করছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন জানিয়ে প্রেস সচিব বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাতে স্পষ্ট যে কী ধরনের অপরাধ তিনি করেছেন। এটা খুবই বড় ও ভয়ংকর রকমের অপরাধ। মানবতার বিরুদ্ধে অপরাধ। তার (শেখ হাসিনা) যে ইমেজ, গত ১৫-১৬ বছর যে কতটা ব্রুটাল একটি একনায়কতন্ত্র চালিয়েছেন—এটা কিন্তু স্পষ্টভাবে এসেছে ১২৭ পাতার জাতিসংঘের রিপোর্টে।

চাপ বাড়ছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, এই চাপের ফলাফল… ইন্ডিয়া টু ডে একটা সমীক্ষা করেছে, সেখানে দেখা গেছে, জরিপে অংশগ্রহণকারী ৫৫ শতাংশ চায় তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে, আবার কিছু সংখ্যক চাচ্ছে তাকে অন্য দেশে পাঠাতে। ১৬-১৭ শতাংশ চাচ্ছে সে ইন্ডিয়াতে থাকুক।

বাংলাদেশের মানুষ তার বিচার দেখতে চায়। এটা আমাদের অগ্রাধিকার এবং আমরা এটার জন্য যত কাজ করা দরকার সব করছি বলে আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমাদের একটাই কথা, আওয়ামী লীগের নেতা, অ্যাক্টিভিস্ট, সাপোর্টার, যারা জুলাই গণহত্যার সঙ্গে জড়িত বা তারও আগে গুম-খুনে যারা জড়িত, যারা ম্যাসাকারে জড়িত, দুর্নীতিতে জড়িত, সবার বিচার হবে। এটা হচ্ছে মাস্ট। তারপর বাংলাদেশের মানুষ, রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবেন। তারা আওয়ামী লীগের বিষয়ে কী ভাবছেন বা এটার ভবিষ্যৎ কী হবে।

তিন উপদেষ্টার পদত্যাগ বিষয়ে করা এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, গুঞ্জনের বিষয়ে মন্তব্য করা ঠিক না। যদি সত্যিকারে কিছু হয় আপনারা জানবেন।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কার ২০০ কেজি ওজনের বোমা নিষ্ক্রিয় করলো সিটিটিসি

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানাধীন বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে দ্বিতীয়...

অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কাজ করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে...

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়...

ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এমন...