শিশুদের প্রথম কারিগরই হচ্ছেন প্রাথমিক শিক্ষক: গণশিক্ষা উপদেষ্টা

Date:

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, একটি শিশুর মানুষ হয়ে ওঠার প্রাথমিক কারিগরই হচ্ছেন প্রাইমারি স্কুলের শিক্ষক।

তিনি বলেন, চট্টগ্রাম অঞ্চলে ‘স্কিলফো’ নামে একটি প্রকল্প চলছে। যেখানে শিশুদের প্রাথমিক শিক্ষা দেয়ার পাশাপাশি তাদের জীবনমুখী বিভিন্ন ধরনের কাজের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। যেন তারা কর্মক্ষম এবং উপার্জনক্ষম হয়ে ওঠে।

রোববার (৯ মার্চ) সকালে কক্সবাজারে ‘মাঠ প্রশাসন ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয়’ বিষয়ে মতবিনিময় সভায় ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এ সব কথা বলেন।

তিনি বলেন, দেশের প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনা নির্বিঘ্ন করতে শূন্য পদগুলোতে নতুন নিয়োগ ও পদোন্নতি দেয়া হবে।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ‘মিডডে মিল’ চালু হয়েছে জানিয়ে তিনি বলেন, এ কারণে অনেক শিশুকে স্কুল অবস্থান করতে ও পড়াশোনা চালাতে উৎসাহিত করবে। এছাড়াও যেসব শিশুর অর্থনৈতিক কারণে ঝরে পড়ছে তাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান। এছাড়া সভায় উপস্থিত ছিলেন জেলার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জেলা-উপজেলার কর্মকর্তা ও শিক্ষকেরা ।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

২০২৪ সালের বন্যা স্বাভাবিক ছিল না : প্রধান উপদেষ্টা

২০২৪ সালের বন্যা স্বাভাবিক বন্যা ছিল না জানিয়ে প্রধান...

৩৬ ঘণ্টার মধ্যে আক্রমণের পরিকল্পনা ভারতের:পাকিস্তানের তথ্যমন্ত্রী

ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তান আক্রমণ...

কাশ্মীর সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন ভারতের

ভারত-পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। কাশ্মীরের পেহেলহামে গত...

অবৈধ আদেশ পালনে পুলিশ জনরোষের শিকার হয়েছে: প্রধান উপদেষ্টা

গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল...