রাজধানীর পল্লবীতে যুক্তরাষ্ট্র-ভিত্তিক চ্যারিটি সংগঠন ‘লাভ শেয়ার বিডি(ইউএস)- এর ঢাকা অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ মে) ফিতা কেটে অফিসের উদ্বোধন করেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লাভ শেয়ার বিডির সাধারণ সম্পাদক ফজলে ইলাহী ভূঁইয়া, দেওয়ান মহিউদ্দিন বিপ্লব, জাহাঙ্গীর আলম বাবু, সাংবাদিক আতাউর রহমান কাবুল, আবুল কাশেম, কামরুল আলম, শেখ আরশাদ ইমাম, নাজমুল হোসেন, শাহিন চিশতী, এম এ মাসুদ প্রমুখ।
অনুষ্ঠানে মুশফিকুল ফজল আনসারী বলেন, ‘দীর্ঘ বিশ বছর ধরে আর্তমানবতার কল্যাণে নানা কাজ করে যাচ্ছে এই দাতব্য সংস্থাটি। দুস্থ রোগীদের সহায়তাসহ নানা দাতব্য কাজে এই সংগঠনটি ব্যাপক ভূমিকা রাখতে চায় বলে আজ থেকে যাত্রা শুরু হলো বাংলাদেশ অফিসের।’
আর্ত মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্যোগে ফান্ড রাইজিংয়ের অংশ হিসেবে এরই মধ্যে তুরস্ক, সিরিয়া, ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে সহযোগিতা করেছে সংস্থাটি। বাংলাদেশে বিগত বন্যায় কয়েকটি জেলায় ত্রাণসামগ্রী প্রদানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত হয়ে নিটোরে চিকিৎসাধীন প্রত্যেককে আর্থিক সহায়তা প্রদান করেছে। এছাড়াও ওই আন্দোলনে নিহত পাঁচ সাংবাদিকের পরিবারকেও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন উপজেলায় হেলথ ক্যাম্প পরিচালনা, দুস্থদের মাঝে খাবার বিতরণসহ নানা মানবিক কাজ করে আসছে এ সংগঠনটি।