লক্ষ্মীপুরে পল্লী চিকিৎসককে অপহরণ করে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর নাম খলিল রহমান। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক।
ভুক্তভোগী বলেন, আমাকে ডেকে নিয়ে একটি পরিত্যক্ত ঘরে হাত-পা বেধে অমানুষিক নির্যাতন চালায় রিয়াজের নেতৃত্বে ইমন, রিজু, সজিব ও শাহ আলম প্রমুখ। তারা আমার নিকট নগদ পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ নিয়েছে এবং ফাঁকা লিগ্যাল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছেন।
ভুক্তভোগী আরও বলেন, এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানায় আমার স্ত্রী একটি মামলা দায়ের করেছে। মামলায় আসামি করা হয়েছে- মৃত আব্দুল হাইয়ের ছেলে রিয়াদ হোসেন,মৃত আবুল কাশেমের ছেলে ইমন, কবির হোসেনের ছেলে রিজু, মহসিনের ছেলে সজিব ও শাহ আলম প্রমুখ।
স্থানীয় লোকজন জানায়, রিয়াজ বাহিনী ৫ আগস্টের পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলো । তারা এলাকায় মাদক ও ইয়াবা ব্যবসার সাম্রাজ্য গড়ে তুলে ছিলো।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়জুল আমিন বলেন, এ বিষয়ে আমি অবগত আছি। থানায় মামলা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য আমরা তৎপর রয়েছি।