রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পুরাতন লোহা বিক্রয়ের নামে দেড় কোটি টাকা আত্মসাত; প্রধান আসামি গ্রেফতার

Date:

- Advertisement -

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের অব্যবহৃত ও পুরাতন লোহা বিক্রয়ের ভুয়া মালিক সেজে প্রতারণাপূর্বক প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের ঘটনায় মো. সেলিম শেখ (৪৫) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি বিশেষ টিম। প্রযুক্তিগত সহায়তা ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গত ০৫ অক্টোবর ২০২৫ খ্রি. বেলা ১৫.১৫ ঘটিকায় খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন বালিয়াখালী এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, প্রতারক চক্রটি “POWER M AX LTD” নামের একটি কাল্পনিক প্রতিষ্ঠানের নামে ভুক্তভোগীদের কাছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পুরাতন লোহা বিক্রয়ের প্রলোভন দেখিয়ে ১ কোটি ১০ লক্ষ টাকা আত্মসাৎ করে। প্রতারণার অংশ হিসেবে তারা মিথ্যা ওয়ার্ক অর্ডার প্রস্তুত করে, অফিস সাজিয়ে ভুক্তভোগীদের বিশ্বাস অর্জন করে অর্থ হাতিয়ে নেয়। এই সংক্রান্তে ঢাকার শ্যামপুর থানার মামলা নং- ১১, তারিখ: ০৮/০৩/২০২৪ খ্রি. ধারা: ৪০৬/ ৪২০/৫০৬ দন্ডবিধি রুজু করা হয়। পরবর্তীতে মামলার তদন্তের দায়িত্ব সিআইডির কাছে অর্পণ করা হয়।

ইতোপূর্বে এ মামলায় পাঁচজন আসামি গ্রেফতার হয়েছে। গত জানুয়ারি মাসে গ্রেফতারকৃত আসামি হুমায়ুন কবীরের ১৬৪ ধারায় প্রদত্ত জবানবন্দিতে সম্প্রতি গ্রেফতারকৃত সেলিম শেখের সক্রিয় সম্পৃক্ততার তথ্য প্রকাশ পায়।

আসামি সেলিম শেখ গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে বিভিন্ন নামে মোবাইল সিম ব্যবহার করে গা-ঢাকা দিয়ে চলছিল। তবে সিআইডি টিমের নিরবচ্ছিন্ন গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হয়।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ অন্যান্য আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।

- Advertisement -

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশ উচ্চমাধ্যমিক...

গুমের সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা: ট্রাইব্যুনালকে চিফ প্রসিকিউটর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেল...

খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ারে জুবাইদা রহমান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক...

দেশে তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে

কুয়াশা আর শীতল বাতাস সঙ্গী করে দাপটে রয়েছে শীত।...