রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তনদের ১৪তম পুনর্মিলনীতে সেনাপ্রধান

Date:

রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ‘ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশন’ আয়োজিত তিন দিনব্যাপী ১৪তম পুনর্মিলনী জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠানের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, প্রধান অতিথি রাজশাহী ক্যাডেট কলেজে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মেজর জেনারেল মো. মাসুদুর রহমান, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল কবীর এবং ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মেজর জেনারেল জাহাঙ্গীর কবীর তালুকদার এবং অন্যান্য অতিথিরা।

এরপর সেনাবাহিনী প্রধান ‘ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশন’ পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং বর্ণাঢ্য পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ করেন।

এরপর প্রধান অতিথি প্যারেডে অংশগ্রহণকারী বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উলে­খ করে ক্যাডেটদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং তাঁদেরকে দেশ সেবায় আত্মনিয়োগ করতে অনুরোধ জানান।

অনুষ্ঠানে রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট, স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, রাজশাহী ক্যাডেট কলেজের অধ্যক্ষ, শিক্ষক এবং ক্যাডেটরা উপস্থিত ছিলেন।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

বিএনপির ছত্রচ্ছায়ায় রাজনীতি করলেও তারা এখন ল্যাং মারতে সচেষ্ট: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, একটি...

শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন,...

‘যেকোনো পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে চীন’

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের...

‘শ্রমিক-মালিকদের যৌথ প্রচেষ্টাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে’

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিক ও...