মুজিব পরিবারের অবৈধ সম্পত্তি গণঅভ্যুত্থানে আহত-নিহত পরিবারের মধ্যে বণ্টনের দাবি

Date:

- Advertisement -

মুজিব পরিবারের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের মধ্যে বণ্টনের দাবি জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

সোমবার (৪ আগস্ট) দক্ষিণখানের মধুবাগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বিতার্কিক গোলাম নাফিজের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ দাবি জানান।

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, শহীদ নাফিজদের রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। শহীদদের রক্ত বৃথা যাবে না। জুলাই-আগস্টে হত্যাকারীদের উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে। আগামীতে বাংলাদেশে যাতে আর ফ্যাসিজমের জন্ম না হয় সেটি নিশ্চিত করা জরুরি। জুলাই আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। আহত ও নিহতদের পরিবারের সামাজিক ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।

শহীদ গোলাম নাফিজের বাবা মো. গোলাম রহমান জুলাই গণঅভ্যুত্থানে মামলার দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান। একই সঙ্গে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সমন্বয়ে গঠিত সংগঠনের পাশে রাষ্ট্রকে দাঁড়ানোর আহ্বান জানান।

এর আগে, নৌবাহিনী কলেজের মেধাবী শিক্ষার্থী ও বিতার্কিক শহীদ গোলাম নাফিজের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ডিবেট ফর ডেমোক্রেসি। ডিএফডির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন রাজধানীর ঢাকা কলেজ, বাঙলা কলেজ, ইডেন মহিলা কলেজ, তেজগাঁও কলেজ ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা।

এ ছাড়া ফুল দিয়ে শ্রদ্ধা জানান নৌবাহিনীর কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মো. ইসমাইল মজুমদার ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

এ সময় আরও উপস্থিতি ছিলেন ডিএমপির উত্তরা বিভাগের দক্ষিণখান জোনের সহকারী কমিশনার মো. নাসিম এ গুলশান, দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাইফুর রহমান মির্জা ও প্রশাসনের অন্য কর্মকর্তারা।

- Advertisement -

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

হবিগঞ্জে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩০

এস এম খোকন, হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাত্রিবাহী বাসের...

২৩৭ আসনে বিএনপির প্রার্থী যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা...

গণভোট নিয়ে দ্রুত দলগুলোর ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানতে চায় সরকার

গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানতে চাইছে সরকার।...

কিশোরগঞ্জের উজ্জলকে খুঁজছে পুলিশ

কিশোরগঞ্জ জেলার বাসিন্দা মো. উজ্জল (২৮) একাধিক গুরুতর ফৌজদারি...