মিটফোর্ড ইস্যুতে কেউ কেউ ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী

Date:

- Advertisement -

মিটফোর্ডের ঘটনায় কেউ কেউ রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শুক্রবার (১১ জুলাই) মিটফোর্ড হাসপাতালের সামনে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এ ঘটনায় সত্য উদঘাটন করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের বা আইনশৃঙ্খলা বাহিনীর। এ ঘটনায় বিএনপির অঙ্গ সংগঠনের যাদের নাম পাওয়া গেছে তাদেরকে রাতেই আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

তিনি বলেন, দুয়েকটি রাজনৈতিক দল মিছিল করছেন, বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছেন। আমরা যদি শেখ হাসিনার মতো নিশ্চুপ থাকতাম, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতাম, তাদের বহিষ্কার না করতাম তাহলে এক কথা ছিল। কিন্তু দল অবিলম্বে বিচার করেছে ও তীব্র নিন্দা জানিয়েছে। তাহলে আপনারা মিছিল করছেন কেন? মানে একটা রাজনৈতিক ফায়দা লোটার জন্য। আমরা আপনাদের অতীত অপকর্ম ভুলে যাইনি।

শনিবার (১২ জুলাই) রাজধানীর উত্তরায় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্ভোধনকালে রিজভী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা ভুলে যাইনি সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্বিবিদ্যালয়ের ছাত্রদের কিভাবে পায়ের রগ কাটা হয়েছে, কিভাবে বাসের ভেতর থেকে ছাত্রদল নেতাকে ধরে বিনোদপুর গ্রামে নিয়ে হত্যা করা হয়েছে। আপনাদের নৃশংসতা, আপনাদের ভয়াবহতা মানুষ ভুলে যায়নি। এখনো আপনাদের দেখলে সেই উপাধিগুলো মানুষ দেয়। আর আপনারা এখন মিছিল করেন। বিএনপির ইতিকাচক দিকগুলো উপেক্ষা করে ফায়দা লোটার চেষ্টা করছেন তাতে কোনো লাভ হবে না।

তিনি বলেন, খুলনায় পায়ের রগ কেটে হত্যা করা হলো। কই এটা তো বলছেন না? চাঁদপুরে পবিত্র মসজিদে ঢুকে ইমামকে কুপিয়েছে- এটা তো বলছেন না! আমরা সোহাগ হত্যাসহ সব হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি করছি।

বিএনপির এই মুখপাত্র বলেন, বিএনপি একটি বৃহৎ পরিবার। সেখানে দু-একজন দুষ্কৃততিকারী ঢুকে পড়াটা সব সময় খোঁজ রাখা যায় না। কিন্তু দুস্কৃতকারীদের কোনোভাবে যদি চিহ্নিত করা যায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কার্পণ্য করা হয় না। গত পরশু রাতে পাবনার সুজানগরে বিএনপির দুগ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছিল সে রাতেই তাদের বহিস্কার করা হয়েছে। গতকালের যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। অথচ কোন কোন রাজনৈতিক দল দেখছি ওই ঘটনাকে রাজনৈতিক কালার দেওয়ার চেষ্টা করছে। এখানে দল কোথায় জড়িত, দলের নামধারী কেউ হতে পারে। এটা তো দলের পদ পদবি নিয়ে সংঘর্ষ হয়নি। দলের মতাদর্শ নিয়ে ঝগড়া হয়নি, ঝগড়া হচ্ছে তাদের ব্যবসা নিয়ে, এগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা শুনেছেন ভাঙারি ব্যবসা নিয়ে ঘটনা। এ ঘটনার সঙ্গে দল হিসেবে কোথায় জড়িত?

রিজভী বলেন, যে কোনো ধরণের অপকর্ম সংঘাত বা মানুষ হত্যায় যারা জড়িত তাদের ছাড় নেই। মাটির গভীরে গেলেও সেখান থেকে ধরে এনে এমন দৃষ্টান্ত স্থাপন করুন, যাতে এ ধরণের ঘটনা আর না ঘটে।

- Advertisement -

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

২৩৭ আসনে বিএনপির প্রার্থী যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা...

গণভোট নিয়ে দ্রুত দলগুলোর ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানতে চায় সরকার

গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানতে চাইছে সরকার।...

কিশোরগঞ্জের উজ্জলকে খুঁজছে পুলিশ

কিশোরগঞ্জ জেলার বাসিন্দা মো. উজ্জল (২৮) একাধিক গুরুতর ফৌজদারি...

অবশেষে শাপলা কলিতেই রাজি এনসিপি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের...