মাইলস্টোনে বিমান দুর্ঘটনা: ভোলায় মাসুমার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

Date:

- Advertisement -

ভোলা প্রতিনিধি: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত অফিস সহকারী (আয়া) মাসুমা বেগমের কবর জিয়ারত করে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন এবং দোয়া-মোনাজাত করেছে বাংলাদেশ বিমান বাহিনী।

সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে মাসুমার কবরের সামনে বাংলাদেশ বিমান বাহিনীর ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়।

পুষ্পস্তবক অর্পণ শেষে প্রতিনিধি দলের সদস্যরা কবর জিয়ারত ও দোয়া-মোনাজাতে অংশ নেন। পরে তারা মাসুমার বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় স্থানীয় একটি মাদ্রাসা ও এতিমখানায় বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।

এ সময় বিমান বাহিনীর রাডার ইউনিট বরিশালের সহ-অধিনায়ক উইং কমান্ডার সরোয়ার জাহান বলেন, ‘আমরা সবার প্রতি সমব্যথী। নিহতদের পরিবারদের প্রতি আমাদের গভীর সমবেদনা রয়েছে। তবে আশার খবর হলো, আহত অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নিহত মাসুমার পরিবারকে যেকোনো সহযোগিতা প্রয়োজন হলে আমরা তা করব। এ বিষয়ে আমরা খুবই ইতিবাচক। আমরা সবসময় তাদের পাশে থাকব।’

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে গুরুতর দগ্ধ হন মাসুমা বেগম। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর গত শনিবার সকালে তিনি ঢামেকের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান।

মাসুমা বেগম মাইলস্টোন স্কুলে আয়া হিসেবে কর্মরত ছিলেন। রোববার ভোররাতে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায় এবং সকাল সাড়ে ৯টায় বড় মানিকার মোল্লারহাট গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

- Advertisement -

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

কমিউনিটি ব্যাংক পিএলসির আইএসও সার্টিফিকেশন অর্জন

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি সম্প্রতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত (ISO 27001:2022)...

জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে: তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ...

গণসংযোগকালে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ, মির্জা ফখরুলের উদ্বেগ

চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা এরশাদ উল্লাহ। তিনি...

নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন জামায়াত আমির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই...