মহার্ঘ ভাতা নিয়ে ‘সুখবর দিয়েও দিলেন না’ উপদেষ্টা

Date:

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছি, এটার জন্য কমিটিকে দায়িত্ব দিয়েছি। সামনে বাজেট, এজন্য হয়তো একটু সময় লাগবে।

মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাজেটে মহার্ঘ্য ভাতা নিয়ে কী থাকছে, এমন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মহার্ঘ্য ভাতা নিয়ে এখন কিছু বলবো না। আমরা কাজ করছি, দেখছি। এটা নিয়ে আমরা এক্টিভলি কনসিডার করছি। একটা কমিটিকে দায়িত্ব দিয়েছি। তারা কাজ করছেন, সেটা করে আমার কাছে দেবে।

মহার্ঘ্যভাতা হচ্ছে কী? এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, হওয়ার চ্যান্স মোটামুটি, একটু সময় লাগবে। সামনে বাজেট। তবে আমি ওয়ার্কআউট করে দেখি কখন থেকে দিতে পারবো, কতো দিতে পারবো।

ভাতা কত টাকা হতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বলা যাবে না, এটা বললেতো সব বলা হয়ে যাবে।

১০ থেকে ১৫ শতাংশের একটা কথা শোনা যাচ্ছে, জানতে চাইলে তিনি বলেন, আমি বিষয়টা ওয়ার্কআউট করছি। যখন ফাইনাল করবো, এরপর কেবিনেটে যাবে প্রধান উপদেষ্টা অনুমোদন দেবে তারপর জানতে পারবেন।

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা হাতাশায় ভুগছেন এমন তথ্য জানালে তিনি বলেন, হাতাশায় ভোগার কারণ নেই, আমরা বিবেচনা করবো।

তাহলে কি বলতে পারি সরকারি কর্মকার্তাদের জন্য সুখবর আছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কিছু বলার দরকার নেই, তবে আমরা বিবেচনা করবো।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

অসাধুরা বাজারের ছোট প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, অনেক অসাধু প্রতিষ্ঠান বাজারে...

ট্রাইব্যুনালের বিচার লাইভ সম্প্রচার করা যাবে: চিফ প্রসিকিউটর

বিচারিক ট্রায়ালের যেকোনো পর্ব আদালতের অনুমতিক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত...

বাংলাদেশে স্টারলিংকের যাত্রা শুরু হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন 

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক...

ব্যক্তিগত আক্রমণ করে লাভ নেই, আদালতে লড়তে হবে: আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও...