ভোলা-২ আসনে বিএনপির প্রার্থীর সম্মানে দৌলতখানে গণসংবর্ধনা

Date:

- Advertisement -

ভোলা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর সম্মানে দৌলতখানে বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠি হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে দৌলতখানে বিএনপি ও ধানের শীষের মনোনীত প্রার্থীর প্রতি ভালোবাসা, সমর্থন ও প্রত্যাশার এক অনন্য প্রকাশ ঘটল দৌলতখানে। এতে সভাপতিত্বে ফারুক হোসেন তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জহিরুল ইসলাম জহির।

এতে স্থানীয় বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় প্রার্থীকে দেওয়া হল এক বর্ণাঢ্য ও বিশাল গণসংবর্ধনা।

ব্যানার, পোস্টার ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী এবং সাধারণ মানুষ জড়ো হতে শুরু করেন।

উপস্থিতির ভিড়ে এলাকার সড়কগুলোতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। দৌলতখান পৌরসভা বিএনপি ও উপজেলা বিএনপি এই গণসংবর্ধনার আয়োজন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহবায়ক ও ধানের শীষ প্রতীক প্রার্থী গোলাম নবী আলমগীর,আলহাজ্ব রাইসুল আলম সদস্য সচিব ভোলা জেলা বিএনপি, হারুনুর রশিদ যুগ্ন আহবায়ক ভোলা জেলা বিএনপি, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা জিয়া পরিষদের বর্তমান ভাইশ চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক  মো. ওবায়দুল হক, দৌলতখান উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শাজাহান সাজু,সহ-সভাপতি নিজাম ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান কুট্টি সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল মাহমুদ জুলু খন্দকার, উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটন, সদস্য সচিব আবু হেনা মো. রিয়াজ পৌর যুবদলের আহবায়ক মো: আলমগীর হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য এই নির্বাচনে ধানের শীষের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় ধরে মানুষ অবহেলিত ও বঞ্চিত হয়েছে তাদের ভোটাধিকার থেকে বিগত ১৭ বছর দিনের ভোট রাতে হয়েছে এখন পরিবর্তনের সময়। দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে দৌলতখান ও বোরহানউদ্দিনের জনগণ ঐক্যবদ্ধ।

বক্তারা আরো বলেন, এই গণসংবর্ধনা শুধু একজন প্রার্থীকে স্বাগত জানানোর অনুষ্ঠান নয় এটি একটি গণঅভ্যুত্থানের প্রস্তুতি, যা জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের প্রতীক।

গণসংবর্ধনা উপলক্ষে দৌলতখান বাজার থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত নেতাকর্মীদের শ্লোগান, ব্যানার, মিছিল সব মিলিয়ে এলাকায় এক উৎসবের আবহ সৃষ্টি হয়। স্থানীয় বিএনপি, যুবদল, মহিলা দল ও সোনা স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ প্রায় সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

এসময় ধানের শীষের প্রার্থী সাবেক এমপি হাফিজ ইব্রাহিম এলাকাবাসীর উদ্দেশ্য বলেন:
দৌলতখান ও বোরহানউদ্দিনের মানুষের ভালোবাসা আমার শক্তি। আমি জনগণের প্রতিনিধি হয়ে আপনাদের কাছে থাকতে চাই।

তিনি সবাইকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার আহ্বান জানান।

তিনি আরো বলেন, আমি যদি এমপি হতে পারি বরিশাল ভোলা সেতু নির্মাণ করব,দৌলতখান ও বোরহানউদ্দিন বাসীর বেকারত্ব দূর করব এবং শিল্প অঞ্চল গড়ে তুলব।

- Advertisement -

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে: প্রধান উপদেষ্টা

জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের দিনই গণভোট আয়োজন হবে বলে...

হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা, চিফ প্রসিকিউটরের প্রতিক্রিয়া

জুলাই আন্দোলনের সময় হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায়...

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ের তারিখ ঘোষণা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বহুল আলোচিত মানবতাবিরোধী...

খেলোয়াড়রা সহযোগিতা না করলে প্রশ্নবিদ্ধ হবে পুরো নির্বাচন: সিইসি

রাজনৈতিক দলগুলো নির্বাচনে খেলবে, আর এই খেলোয়াড়রা সহযোগিতা না...