ব্যাংক গ্যারান্টি দিলে শুল্কমুক্ত সুবিধা পাবেন আংশিক রপ্তানিকারকরা

Date:

- Advertisement -

রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণের লক্ষ্যে আংশিক রপ্তানিকারক শিল্প প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানির সুযোগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এখন থেকে বন্ড লাইসেন্স না থাকলেও, নির্ধারিত শর্ত মেনে ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানি করতে পারবে এসব প্রতিষ্ঠান। ২৫ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এনবিআর।

সোমবার (২৯ সেপ্টেম্বর) এনবিআরের জনসংযোগ দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অনেক রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান বিভিন্ন কারণে বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্স গ্রহণে সক্ষম হয় না। এসব প্রতিষ্ঠানকে সহায়তা দিতেই এ নীতিগত সুবিধা চালু করা হয়েছে। এখন থেকে এসব প্রতিষ্ঠান আমদানি করা কাঁচামালের ওপর নির্ধারিত শুল্ক ও কর পরিশোধের পরিবর্তে একই মূল্যের একটি ব্যাংক গ্যারান্টি জমা দিয়ে শুল্কমুক্ত সুবিধা গ্রহণ করতে পারবে।

এ সিদ্ধান্তের ফলে রপ্তানিকারক শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদন সক্ষমতা পূর্ণমাত্রায় কাজে লাগাতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়বে এবং দেশের সামগ্রিক রপ্তানি বাণিজ্যে গতি আসবে বলে মনে করছে এনবিআর।

এনবিআর সংশ্লিষ্টরা বলছে, এটি বিশেষত ক্ষুদ্র ও মাঝারি রপ্তানিকারক প্রতিষ্ঠানের জন্য বড় ধরনের স্বস্তির বার্তা। কারণ, বন্ড লাইসেন্স প্রাপ্তি ও ব্যবস্থাপনা অনেক সময় জটিল এবং ব্যয়বহুল হয়ে ওঠে, যা এ সুবিধার মাধ্যমে অনেকটাই লাঘব হবে।

এনবিআর জানায়, শুল্কমুক্ত সুবিধা গ্রহণের ক্ষেত্রে আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা কাঁচামালের ওপর কাস্টমস কর্তৃক নির্ধারিত শুল্ক ও করের সমপরিমাণ একটি বৈধ ব্যাংক গ্যারান্টি দিতে হবে। এ প্রক্রিয়ায় বন্ড ব্যবস্থাপনার অন্যান্য শর্তাবলীও প্রযোজ্য থাকবে।

- Advertisement -

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

আড়াইহাজারে ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, এতিমখানায় ১০ কেজি ইলিশ বিতরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:ই লিশের প্রজনন মৌসুমে নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে...

মিরপুরে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে...

রাজনৈতিক ভুলে ফ্যাসিস্টদের কবলে পড়া যাবে না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর ফ্যাসিস্ট...

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচ...