দক্ষিণ এশিয়ার অন্যতম আকর্ষণীয় পর্যটন নগরী কক্সবাজারে পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে গোল্ডস্যান্ডস্ গ্রুপ। নয়নাভিরাম হিমছড়ির সবুজ পাহাড় ও নীল সমুদ্রের মাঝখানে প্রতিষ্ঠানটি নির্মাণ করেছে আমেরিকান চেইনের চার তারকা মানের আন্তর্জাতিক হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’।
গোল্ডস্যান্ডস্ গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বোধনের আগে হোটেলের ট্রায়াল ও বুকিং কার্যক্রম পুরোদমে চলছে। আগ্রহীরা এখনই হোটেলটি পরিদর্শন করে প্রকৃতির কোলে অবকাশযাপনের অনন্য অভিজ্ঞতা নিতে পারবেন।
গোল্ডস্যান্ডস্ গ্রুপ জানিয়েছে, বাংলাদেশে প্রথমবারের মতো তাদের বিনিয়োগে নির্মিত হয়েছে সুদবিহীন ও হালাল আয়ের আন্তর্জাতিক মানের হোটেল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রবাসী বাংলাদেশিরাও এখন গোল্ডস্যান্ডস্ গ্রুপের এই প্রকল্পে বিনিয়োগ করে সাব-কবলা রেজিস্ট্রেশনের মাধ্যমে মালিকানা অর্জন ও আজীবন সুদমুক্ত হালাল আয় উপভোগ করতে পারবেন।
হোটেলটি এমন এক মনোরম স্থানে অবস্থিত—যেখানে একদিকে হাত বাড়ালেই পাহাড়ের ছোঁয়া, অন্যদিকে পা বাড়ালেই বিশাল সমুদ্রের গর্জন। প্রকৃতির এই অপরূপ মেলবন্ধনকে ঘিরেই নির্মিত হয়েছে নান্দনিক স্থাপত্যশৈলীর এই হোটেল।
বিশ্বখ্যাত হোটেল নির্মাণ ও পরিচালনা কনসালট্যান্ট প্রতিষ্ঠানগুলো হোটেলটির পরিকল্পনা, নকশা ও পরিচালনার কাজে সরাসরি যুক্ত রয়েছে। আধুনিক সব সুযোগ-সুবিধাসম্পন্ন এই হোটেলের রুফটপে রয়েছে চিত্তাকর্ষক সুইমিংপুল, যেখান থেকে একসঙ্গে দেখা যায় পাহাড়, আকাশ আর সমুদ্রের অপূর্ব সৌন্দর্য।