বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের ৩ জন নিহত

Date:

রংপুরের কাউনিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১৩ মে) সকাল নয়টার দিকে উপজেলার মীরবাগ কৃষি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- এসএসসি পরীক্ষার্থী আফসানা বেগম স্নেহা (১৬) এবং তার চাচি রুবি বেগম (৩২) ও দুই বছর বয়সী চাচাতো ভাই রহমত। এসময় আহত হয়েছেন মোটরসাইকেল চালক আশরাফুল ইসলাম।

কাউনিয়া থানার এসআই (উপপরিদর্শক) শাহানুর জানান, সকালে বাড়ি থেকে বেরিয়ে ভাতিজি, স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন আশরাফুল। ভাতিজি স্নেহাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে স্ত্রী রুবিকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল তার।

মীরবাগ বেইলি ব্রিজ পার হওয়ার পর কৃষি কলেজের সামনে পৌঁছালে বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় তারা মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই ওই তিনজন মারা যান। এতে আহত হন আশরাফুল।

পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, সকালে আশরাফুল স্ত্রী, ছেলে ও ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলযোগে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। তারা মহেশা গ্রামের জুম্মার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই  রবিনা বেগম, তার ছেলে রহমত আলী ও ভাতিজি স্নেহা ঘটনাস্থলেই প্রাণ হারান।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

বাংলাদেশকে সুখবর দিয়েছে আইএমএফ

বাংলাদেশের অর্থনীতিতে বড় স্বস্তির বার্তা নিয়ে এসেছে আন্তর্জাতিক মুদ্রা...

আমরা মৎস্যজীবীদের পাশে আছি: নারায়ণগঞ্জের ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা...

রমনা বোমা হামলা মামলায় ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছরের কারাদণ্ড

বহুল আলোচিত রমনা বটমূল বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি...

গণতান্ত্রিক ও জবাবদিহি রাষ্ট্র চায় সবাই: আলী রীয়াজ

গণতান্ত্রিক ও জবাবদিহি রাষ্ট্র গঠনের পথ তৈরিতে জাতীয় ঐকমত্য...