স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, দেশেই হৃদরোগের সর্বোচ্চ চিকিৎসা সেবা দিতে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবস্থা করা হচ্ছে। সেই সঙ্গে চিকিৎসকদেরও প্রশিক্ষণ দিচ্ছে সরকার।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে বাংলাদেশ-চীন যৌথ কার্ডিওভাসকুলার ডিজিজেস ক্লিনিক, নতুন ওয়ান-স্টপ ইমার্জেন্সি সেন্টার (ওএসইসি) এবং পুনর্নির্মিত করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘রোগীদের বিদেশমুখীতা কমাতে সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করছে সরকার। গরিব থেকে শুরু করে ধনীরাও যেন এক কাতারে চিকিৎসা নিতে পারে সেটার জন্যই আমাদের চেষ্টা অব্যাহত আছে।’ এ সময় দেশের চিকিৎসা খাতে চীনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি।
এদিকে, চীন সরকারের সহযোগিতায় ৩৯টি সিসিইউ বেড ও ১০ বেডের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার সংযোজন হয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে। সেই সঙ্গে দেশের চিকৎসক ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দিবে চীনের বিশেষজ্ঞ দল। এ বিষয়ে হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতাল ও চীনের সরকারে মধ্যে চুক্তি সই অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশেষ সহকারী (প্রতি মন্ত্রীর পদমর্যাদা), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ডা. মো. সাইদুর রহমান, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত শ্রী ইয়াও ওয়েন, মো. সাইদুর রহমান (সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়) এবং প্রফেসর ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী (পরিচালক ও অধ্যাপক ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজেস।
এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মি. মা জুয়োক্সিন (উপ-মহাপরিচালক, পররাষ্ট্র বিষয়ক দফতর, ইউনান প্রাদেশিক সরকার) এবং মিস শি জিনইয়াং (উপ-পরিচালক, ফুয়াই ইউনান হাসপাতাল, চাইনিজ একাডেমি অব মেডিক্যাল সায়েন্সেস)।

