ফরিদপুরে থানা ও উপজেলা পরিষদে হামলা, অফিসার্স ক্লাবে আগুন

Date:

- Advertisement -

ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে বিক্ষোভকারীরা উপজেলা পরিষদ ও থানা ভবনে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। এ ছাড়া উপজেলা অফিসার্স ক্লাবে আগুন ধরিয়ে দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশকে বিক্ষুব্ধ জনতা ধাওয়া করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভাঙ্গা মডেল মসজিদে আশ্রয় নেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আলগী ইউনিয়নের সোয়াদী এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ভাঙ্গা গোলচত্বর এলাকায় এসে পৌঁছায়। এ সময় বিক্ষোভকারীরা সাংবাদিকদের ছবি ও ভিডিও ধারণে বাধা দেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে জনতার ধাওয়া খেয়ে পুলিশ সদস্যদের মসজিদে আশ্রয় নিতে দেখা যায়। এ সময় উপজেলা পরিষদ, থানা ভবনে হামলা ও ভাঙচুর চালানো হয় এবং উপজেলা অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগ করা হয়।

এদিকে উপজেলার বিভিন্ন স্থান থেকে মানুষ ভিড় জমাচ্ছে উপজেলা সদরে। কেউ হেঁটে, কেউ ভ্যান-নসিমন, আবার কেউ মোটরসাইকেলে করে বিক্ষোভে যোগ দিচ্ছেন। বিক্ষোভের কারণে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

পরিস্থিতি নিয়ে ভাঙ্গা সার্কেল, থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

- Advertisement -

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন হবে: প্রেস সচিব 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট ইস্যুতে...

বিএনপির ভূমিকায় ঝুঁকিতে নির্বাচন, জনমনে সংশয়: ডা. তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের...

অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন...

এক টানে ১৭০ মণ ইলিশ, দাম অর্ধকোটি টাকা

বঙ্গোপসাগর থেকে এক ট্রলারে এক টানে ধরা পড়েছে ১৭০...