প্রেমের সম্পর্ক গড়ে তোলার নাম করে তরুণীকে বিবাহের প্রলোভন দেখিয়ে এবং পরিবারের সদস্যদের বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে ১০ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. রাজিব খান ওরফে ঈশানকে (২৮) গ্রেপ্তার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
রবিবার (১৯ অক্টোবর) দুপুর দেড়টায় মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানা জানায়, ভিকটিম সুমাইয়া সুলতানা গ্রীস প্রবাসী ঈশানের সঙ্গে প্রায় দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচিত হন। পরিচয় থেকে দ্রুত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঈশান সুমাইয়াকে বিবাহের প্রস্তাব দেন এবং তার বাবা-মা ও আত্মীয়-স্বজনদের সঙ্গেও যোগাযোগ করেন। এরপর তিনি সুমাইয়ার ছোট ভাই এবং বোনের দেবরকে নিজ খরচে গ্রীসে পাঠানোর প্রতিশ্রুতি দেন।
সুমাইয়া তার কথামতো তাদের পাসপোর্টের কাজ সম্পন্ন করেন। বিদেশে পাঠানোর নাম করে ঈশান ব্যাংকিং অ্যাপের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন সময় মোট ৪ লাখ টাকা গ্রহণ করেন। এরপর তিনি দেশে ফিরে সুমাইয়াকে বিবাহ করবেন বলে জানান এবং গত ৬ অক্টোবর বাংলাদেশে ফিরে আসেন। কিন্তু দেশে ফিরে এসে তিনি সুমাইয়ার ভাইকে বিদেশে পাঠানোর জন্য আরও টাকার দাবি করেন।
গত ৮ অক্টোবর দুপুরে মোহাম্মদপুর থানাধীন শ্যামলী স্কয়ার শপিংমলে সুমাইয়ার সঙ্গে সাক্ষাৎ করে নগদ ৫ লাখ টাকা নিয়ে সেখান থেকে চলে যান।
এরপর থেকে ঈশান সুমাইয়ার সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। সুমাইয়া বুঝতে পারেন ঈশান প্রতারণামূলকভাবে তার বিশ্বাসভঙ্গ করে মোট ১০ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন।
এ ঘটনায় ১৭ অক্টোবর সুমাইয়ার অভিযোগের প্রেক্ষিতে মোহাম্মদপুর থানায় একটি মামলা রুজু করা হয়।
মোহাম্মদপুর থানা জানায়, মামলাটি রুজুর পর গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় পুলিশ প্রতারক ঈশানের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে রবিবার মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।