প্রিমিয়ার লিগে মোহামেডানের টানা সপ্তম জয়

Date:

- Advertisement -

ফেডারেশন কাপ থেকে মোহামেডানের বিদায় হলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে অবশ্য দুর্বার সাদা-কালো জার্সিধারীরা। শুক্রবার (১০ জানুয়ারি) প্রিমিয়ার লিগে নিজেদের সপ্তম ম্যাচে মোহামেডান ৩-১ গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে হারিয়েছে। এই জয়ে মোহামেডান সাত ম্যাচে সম্পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে টেবিলে। সমান ম্যাচে রহমতগঞ্জ ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।

পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জের বিপক্ষে মোহামেডান ফেডারেশন কাপে হেরেছিল। সেই হারের বদলা আজ ঠিকই লিগের ম্যাচে নিয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। এদিন মুন্সিগঞ্জে সাদা-কালো দলটি ভালো ফুটবল খেলেই নিজেদের জয়ের ধারা বজায় রেখেছে।

মোহামেডান ম্যাচে লিড পায় প্রথমার্ধ শেষ হওয়ার কয়েক মিনিট আগে। কাউন্টার অ্যাটাক থেকে বাড়ানো লম্বা পাসে রহমতগঞ্জের ডিফেন্স পরাস্ত হয়। মোহামেডানের রাজু অফসাইড ফাঁদ ভেঙে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন জোরালো শটে। প্রথমার্ধেই রহমতগঞ্জ ম্যাচে সমতা আনার সুযোগ পেয়েছিল। বক্সের মধ্যে রহমতগঞ্জের ফুটবলারকে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি সানি। পরে রহমতগঞ্জের পেনাল্টি দৃঢ়তার সঙ্গে ঠেকিয়ে দেন মোহামেডানের গোলরক্ষক হোসেন সুজন।

৬৪ মিনিটে মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে গোল করলে ম্যাচে মোহামেডানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। এরপর আরেক বিদেশি নাইজেরিয়ান সানডে গোল করলে মোহামেডানের জয় পরিণত হয় সময়ের অপেক্ষায়। ম্যাচের শেষদিকে রহমতগঞ্জের ঘানাইয়ান ফুটবলার স্যামুয়েল বোয়েটাং একটি গোল পরিশোধ করলেও সেটি শুধু পরাজয়ের ব্যবধান কমিয়েছে।

- Advertisement -

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

আন্দোলনরত শিক্ষকরা এখন শ্রেণিকক্ষে ফিরে যাবেন, আশা শিক্ষা উপদেষ্টার

বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০...

গাজায় ফের ইসরাইলের বিমান হামলা শুরু

গাজা উপত্যকায় আবারও বিমান হামলা শুরু করেছে দখলদার ইসরাইল।...

আইন অনুযায়ী শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয়: ইসি আনোয়ারুল

সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না...

জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম

জুলাই সনদে স্বাক্ষর করেছে গণফোরাম। এ নিয়ে মোট ২৫টি...