প্রকাশ্যে কোরআন পোড়ানো সেই যুবকে গুলি করে হত্যা

Date:

সুইডেনে প্রকাশ্যে পবিত্র কোরআন পুড়িয়ে বিশ্বব্যাপী সমালোচনার সৃষ্টি করা সালওয়ান মোমিকা (৩৮) নামের সেই যুবক দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে।

ওয়াশিংটন পোস্ট জানায়, মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার দায়ে বৃহস্পতিবার মোমিকার বিরুদ্ধে আদালতের রায় দেওয়ার কথা ছিল। তবে আদালতে উপস্থিত হওয়ার আগেই গুলিতে নিহত হয়েছেন তিনি।

স্টকহোম বিভাগীয় আদালত জানান, পূর্বনির্ধারিত একটি মামলায় রায় ঘোষণা স্থগিত করা হয়েছে। কারণ, মামলার এক অভিযুক্ত মারা গেছেন। যিনি গুলিত নিহত হয়েছেন তিনি হলেন কোরআন পোড়ানো মোমিকা।

সুইডেনের স্টকহোম পুলিশ জানায়, বুধবার রাতে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এরপর হত্যাকাণ্ড সন্দেহে তদন্ত শুরু হয়। এতে জড়িত থাকার দায়ে অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সালওয়ান মোমিকা মূলত ইরাকি নাগরিক। তিনি সুইডেনে রাজনৈতিক আশ্রয়প্রার্থী হিসেবে ছিলেন। ২০২৩ সালে পবিত্র ঈদুল আজহার দিন একটি মসজিদের সামনে কোরআন পোড়ান মোমিকা।

ওই বছর সুইডেন ও ডেনমার্কে কোরআন পোড়ায় কিছু দুষ্কৃতকারী। এ নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। বিশেষ করে মুসলিম দেশগুলো আনুষ্ঠানিকভাবে এগুলোর নিন্দা জানায়। এ ছাড়া কোথাও কোথাও সংঘর্ষের ঘটনাও ঘটে। তবে এতকিছুর পরও মোমিকা ও তার কিছু সহযোগী কোরআন পোড়ানো অব্যাহত রাখেন।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

সশস্ত্র বাহিনীকে পাল্টা জবাব দেওয়ার অনুমতি দিল পাকিস্তান

জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট...

একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

নতুন ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী...

নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে: ড. হামিদুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান...