পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ পালালেন আওয়ামী লীগ নেতা

Date:

- Advertisement -

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ পালিয়ে গেছেন নয় হত্যা মামলার আসামি ও ৬ নম্বর কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ।

সোমবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আব্দুল মজিদ কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে ৯ জন নিহত হন। সেই ঘটনার মামলায় আসামি করা হয় আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদকে। সোমবার তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে থানায় নেওয়ার জন্য নৌকায় তোলা হয়। কিন্তু পথিমধ্যে তিনি হ্যান্ডকাপ পরা অবস্থায় নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যান।

পালিয়ে যাওয়ার পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করে তল্লাশি ও অভিযান শুরু করা হয়।

বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ৯ জন নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি। তাকে গ্রেপ্তারের পর থানায় আনার পথে তার লোকজন প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সে সুযোগে সে কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে একাধিক টিম মাঠে কাজ করছে।

- Advertisement -

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

২৩৭ আসনে বিএনপির প্রার্থী যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা...

গণভোট নিয়ে দ্রুত দলগুলোর ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানতে চায় সরকার

গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানতে চাইছে সরকার।...

কিশোরগঞ্জের উজ্জলকে খুঁজছে পুলিশ

কিশোরগঞ্জ জেলার বাসিন্দা মো. উজ্জল (২৮) একাধিক গুরুতর ফৌজদারি...

অবশেষে শাপলা কলিতেই রাজি এনসিপি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের...