পুলিশের বিশেষ অভিযানে একদিনে ১ হাজার ৮৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার (৫ সেপ্টেম্বর) সারা দিন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১ হাজার ৩২০ জন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি, আর বাকি ৫৪৬ জনকে অন্যান্য ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া, কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে।
মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, গ্রেপ্তারকৃতরা রাজধানীর তেজগাঁও এলাকার রহিম মেটাল মসজিদের সামনে জুমার পর অনুষ্ঠিত ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেন। পরে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনগুলোর ৯ নেতাকর্মীকে আটক করে।
এর আগে, শুক্রবার রাজধানীর মিরপুর এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ। তাদের নাম মো. আরিফ উদ্দিন (৪৬) ও হাফিজুল ইসলাম শামীম (৪৬)।