‎পিরোজপুরে গণঅভ্যুত্থানে শহীদদের সম্মানে দৌঁড়েছেন শত শত প্রতিযোগী

Date:

- Advertisement -

জেলা প্রতিনিধি, পিরোজপুর: পিরোজপুরে ছাত্র-জনতার  গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে একটি বিশেষ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১৮ জুলাই) সকালে পিরোজপুরের বেকুটিয়া সেতুর পশ্চিম প্রান্তে নানা বয়সী শতশত নারী-পুরুষের সমাবেশ ঘটে, যা মিলন মেলায় পরিণত হয়।

‎জেলা প্রশাসনের উদ্যোগে এদিন সকাল সাড়ে ৭ টায় বেকুটিয়া সেতু টোল প্লাজা থেকে শুরু হয়ে প্রায় ৪ কিমি দীর্ঘ এই দৌড় প্রতিযোগিতা সার্কিট হাউস প্রাঙ্গনে এসে শেষ হয়।

প্রায় ৩০০ জন রেজিস্ট্রেশন করা প্রতিযোগী এই ম্যারাথনে অংশগ্রহণ করেন, যেখানে গণঅভ্যুত্থানের শহীদ এবং আহত পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ একত্রিত হন। প্রতিযোগিতার নেতৃত্ব দেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান।

‎এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আলাউদ্দিন ভুঁইয়া জনি, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আউয়াল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জুলাই শহীদদের স্মরণে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেন প্রতিযোগিরা।

‎জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান বলেন, “জুলাই শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য এই প্রতিযোগিতার আয়োজন।”

‎ম্যারাথন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক। প্রতিযোগিতায় মো: সায়েম প্রথম, মাইনুল ইসলাম দ্বিতীয় এবং আল-আমিন তৃতীয় স্থান অধিকার করেন।

- Advertisement -

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন হবে: প্রেস সচিব 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট ইস্যুতে...

বিএনপির ভূমিকায় ঝুঁকিতে নির্বাচন, জনমনে সংশয়: ডা. তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের...

অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন...

এক টানে ১৭০ মণ ইলিশ, দাম অর্ধকোটি টাকা

বঙ্গোপসাগর থেকে এক ট্রলারে এক টানে ধরা পড়েছে ১৭০...