পঞ্চগড়ে বইছে মৃদু শৈতপ্রবাহ

Date:

পঞ্চগড়ে কমেছে শীতের তীব্রতা। এতে কিছুটা স্বস্তি ফিরেছে জনমনে। রোববার (৫ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার (৪ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

রোববার (৪ জানুয়ারি) সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোরেই কুয়াশা ও মেঘমুক্ত দেখা গেছে সোনালী সূর্য। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকায় কিছুটা কমেছে শীতের তীব্রতা। ঝলমলে রোদ থাকায় সকাল থেকেই দেখা গেছে নানা শ্রেণি পেশার মানুষের কর্মব্যস্ততা।

স্থানীয়রা বলছেন, ভোরেই দেখা মিলছে সূর্যের। এর আগে ভোর থেকেই খুব ঠান্ডা লাগতো সেটা আজ নেই। যার কারণে কাজ করতে সুবিধা হচ্ছে। তবে রাতের বেলায় মনে হয় তাপমাত্রা জিরোতে নেমে আসে। পায়ের তলার মাটিও বরফের মতো লাগে। এমন ঠান্ডা, যা সহ্য করা যায় না।

পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় জানান, তাপমাত্রা কিছুটা বাড়লেও হিম-শীতল বাতাসের কারণে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। রোববার সকাল ৯টায় ৯ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। মৃদু শৈতপ্রবাহ চলমান রয়েছে। বাতাসের আদ্রতা ৮৯ শাতাংশ। ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

কাশ্মীর সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন ভারতের

ভারত-পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। কাশ্মীরের পেহেলহামে গত...

অবৈধ আদেশ পালনে পুলিশ জনরোষের শিকার হয়েছে: প্রধান উপদেষ্টা

গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল...

সম্মিলিত প্রচেষ্টায় রাষ্ট্র বিনির্মাণের পথ খুঁজতে হবে : আলী রীয়াজ

দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে...

আত্মসমর্পণ করতে আদালতে তারেক রহমানের খালাতো ভাই

দুদকের দুই মামলায় দণ্ডিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের...