ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর আসন্ন নির্বাচন উপলক্ষ্যে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী চিকিৎসক সমাজের উদ্যোগে এক বৃহৎ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকবৃন্দ একত্রে অংশগ্রহণ করেন।
সোমবার (১৪ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
দেশের বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠান থেকে আগত প্রায় পাঁচ শতাধিক জাতীয়তাবাদী চিকিৎসক উপস্থিত ছিলেন এই আয়োজনে। সভায় বক্তারা চিকিৎসকদের অধিকার, সংগঠনের কাঠামোগত দুর্বলতা, মোটার অলিকায় বৈষম্য, কর্মপরিবেশের অবনতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিরঙ্কুশ বিজয় অর্জনে আবের করুণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
নেতৃবৃন্দ একবাক্যে বালেন, আসন্ন নির্বাচন শুধু একটি সংগঠনের নেতৃত্ব নির্ধারণের নির্বাচন নয়, এটি চিকিৎসক সমাজের ন্যায়বিচার, গণতন্ত্র ও অস্তিত্ব রক্ষার সংগ্রাম।
ভারা খশিযারি উচ্চারণ করে বলেন, “২০১৬ সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, তা নিশ্চিত করাই এখন আমাদের অন্যতম কর্তব্য।” তারা আরও বলেন, বর্তমানে একটি চিহ্নিত গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে কাযল হাসিলের চেষ্টা করছে এ অপশক্তি কে রুখতে হবে। আওযামী ফ্যাসিস্ট শক্তির প্রেতাত্মারা নানা ছলচাতুরী করে আবারও জাতীযয়াবানী শক্তিকে কোণঠাসা করতে চাইছে, কিন্তু ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী চিকিৎসক সমাজ তা সফল হকে দেবে না।”
সভায় সভাপতিত্ব করেন ড্যাবের সাবেক সহ-সভাপতি ডা. বি গনি ভূঁইযা। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পরিবার কল্যান বিষয়ক সহ-সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু। সভা সঞ্চালনা করেন ডা. একরামুল রেজা টিপু ও ডা. শাহরিয়ার মো. কবির হোসেন পল্লব।
স্বাগত বক্তব্য বেন ডা. মো. ওয়াসিম, কোশাধ্যক্ষ, আাব, এনআইসিডিডি, নিকন্তু, এনআইএমএইচ শাখা।
বক্তব্য রাখেন এন এন এম ড্যাবের সহ সভাপতি ডা. নুরুন্নবী শাহ, ড্যাবের সাবেক যুগ্ম মহাসচিব ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষযান, সাবেক যুগ্ম মহাসচিব ডা. তৌহিদ উল ইসলাম জন, ঢাকা জেলা ভ্যাবের সাবেক সভাপতি ডা. এবিএম ছফিউল্লাহ, এন এন এম শাখা জাবের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, সাবেক যুগ্ম মহাসচিব ডা. হারুন উর রশীদ খান রাকিব, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ডা. এস এম আতিকুর রহমান, অধ্যাপক ডা. আবুল হাসান, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, জাবের সাবেক সহ দপ্তর সম্পাদক ডা. আশরাফুল আলম খান, আর মহাখালী ডিজি হেলম কমপ্লেজ শাখার সদস্য সচিব ডা. মাহবুব আরেফীন রঞ্জু, সাবেক পরিবেশ ও জলবায়ু সম্পাদক ডা. গাজী শাহিনুল ইসলাম, ডা. আহমেদ মঞ্জুরুল আমীজ ইমন, আ. প্রোবাদের মিয়া, ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ডা. মাহমুদুর রহমান নোমান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ডা. সাজাদুর রহমান, ড্যাবের সাবেক কার্যকরী পরিষদের সদস্য ডা. মো. জায়েদ হোসেন, ডা. রোকনুজ্জামান বুঝেল, ডা. সাইফুল ইসলাম সাইফ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ডা. আসাদুল মজিদ হেলালি নোমান, আ. সঙ্গীর মো. রায়হান, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি ডা. মাহমুদুল হাসান রাজু, ঢাকা মেডিকেল কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি ডা. বেলাল হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আটব্যাল, ডা. খন্দকার শোযাইব হোসেন, বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. তৌহিদুল ইসলাম সৈকত।

