নিউই‍য়র্কে দিনাজপুর জেলা সমিতির নব-নি‍র্বাচিত কমিটির অভিষেক

Date:

‘বাংলাদেশে যে কোন উন্নয়ন কিংবা দু‍র্যোগে এগিয়ে আসার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। এজন্য প্রয়োজন সবার ঐক্যবদ্ধ হওয়া। সম্মিলিতভাবে কাজ করলে সফলতা আসবেই।’ যুক্তরাষ্ট্রের নিউই‍য়র্কে দিনাজপুর জেলা সমিতির নব-নি‍র্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

কুইন্সে বাংলাদেশী অধ্যুষিত এলাকার একটি রেস্টুরেন্টে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তোলোয়াত ও বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। বাংলা ভাষা-ভাষী এক জেলার সকলে একত্রিত হতে পরে অভিষেক অনুষ্ঠান পরিণত হয় মিলনমেলায়। এসময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সুর আর সঙ্গীতের মূ‍র্ছনার মেতে উঠেছিল উপস্থিত সবাই।

অভিষেক অনুষ্ঠানে সভাপতির দায়িত্বে পালন করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ড. রুহুল কুদ্দুস। তিনি বলেন, বাংলাদেশি আমেরিকানদের মূল ধারার রাজনীতিতে যুক্ত হওয়ার সময় এসেছে। সবার মাঝে একতা তৈরি হলে যা সম্ভব হবে।

অনুষ্ঠানটি উপাস্থাপনায় ছিলেন আরিফুর রহমান।

নতুন কমিটির সভাপতি মো. জাবেদ চৌধুরী ভুট্টু ও সাধারণ সম্পাদক মো. বিপুল সরকার সমিতিকে সুসংগঠিত করে সামনের দিকে এগিয়ে নিতে এসময় নানা পরিকল্পনার কথা জানান।

২৯ সদস্যের নতুন কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি ফতেনূর আলম বাবু, সহ-সভাপতি মো. গোলাম কিবরিয়া, সহ-সভাপতি রেজাউল করিম বাপ্পি, সহ-সভাপতি আমিনুর রহমান ইনসান, সহ-সভাপতি ডা. মহিদুল চৌধুরী, যু্গ্ম মোস্তাক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম সরকার, মো. এফ আলম (নিউমুন), যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. লুতফর রহমান, কোষাধ্যক্ষ মো. মাসুদ বেগ, যুগ্ম কোষাধ্যক্ষ মো. এস রহমতুল্লাহ, সাহিত্য ও প্রচার সম্পাদক মো. আমিনুর ইসলাম, যুগ্ম সাহিত্য ও প্রচার সম্পাদক আরিফুর রহমান, দপ্তর সম্পাদক মো. তারিকুল ইসলাম, যুগ্ম দপ্তর সম্পাদক মো. রানা পারভেজ, ক্রীড়া সম্পাদক মো. শফি উল্লাহ, যুগ্ম ক্রীড়া সম্পাদক মো. কিবরিয়া হাবিব, আপ্যায়ন সম্পাদক সামিউর রহমান, সাংস্কৃতিক সম্পাদক ডা. না‍র্গিস রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক ফারহানা চিশতী, মহিলা বিষয়ক সম্পাদিকা বিলকিস বি. চৌধুরী, সমাজ কল্যান সম্পাদক, শেখ জুয়েল, কা‍র্যকরী সদস্য মো. তারেক জাহেরী, কা‍র্যকরী সদস্য মো. টি. ইসলাম, কা‍র্যকরী সদস্য শামিমা ইসলাম সুমী, কা‍র্যকরী সদস্য মো. আব্দুর রশিদ।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

সশস্ত্র বাহিনীকে পাল্টা জবাব দেওয়ার অনুমতি দিল পাকিস্তান

জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট...

একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

নতুন ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী...

নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে: ড. হামিদুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান...