নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে: আসিফ নজরুল

Date:

নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

রোববার (১১ মে) রাজধানীর মাতৃভাষা ইনিস্টিউটে এক আলোচনা সভায় এ অভিমত ব্যক্ত করেন তিনি। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ, নাগরিক কোয়ালিশন ও সংবিধান সংস্কারে নাগরিক জোটের ৭ প্রস্তাবের ওপর আলোচনার আয়োজন করা হয় এদিন।

আইন উপদেষ্টা বলেন, সংবিধান প্রণয়ন করে জাতীয় সংসদ। নতুন সংবিধান প্রণয়ন হতে আমাদের পার্শ্ববর্তী দেশে এমনও ধারণা আছে ৮-৯ বছর লেগেছে। নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে।

তিনি বলেন, এখন আমি ৭২-এর সংবিধান কনটিনিউ করব? নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে, সেই সংসদ সংবিধান পরিচালক হিসেবে কাজ করবে। ৭২-এর সংবিধানে প্রয়োজনে সংশোধনী আনবে।

আসিফ নজরুল বলেন, যে গণপরিষদ যখন কাজ করবে, সে নতুন সংবিধানের কাজ করতে থাকবে। ওটা করতে আমার ধারণা ২-৩ বছর লাগতে পারে। এই ২-৩ বছর কি আমি ৭২-এর সংবিধান গ্রহণ করব? এই ২-৩ বছরের জন্য তারা যখন জাতীয় সংসদ সদস্য হিসেবে কাজ করতে থাকবে, সংসদের কিছু ফান্ডামেন্ডাল যেমন-প্রধানমন্ত্রীর ক্ষমতা, আর্টিকেল ১৭, উচ্চ আদালতের ডিসেন্ট্রালাইজেশন, বিচার বিভাগের স্বাধীনতা; এই জিনিসগুলো পরিবর্তন করতেই থাকবে।

জুলাই সনদ সংবিধানে যুক্ত করার বিষয়ে আইন উপদেষ্টা বলেন, জুলাই সনদের ওপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা ধরেই নিয়েছি, সবাই জুলাই সনদের অনেক কিছুতে একমত হবেন। হয়তো জুলাই সনদে ফান্ডামেন্টাল কিছু জিনিসও রাখা যেতে পারে।

প্রধানমন্ত্রীর দুই মেয়াদে থাকা নিয়ে আফিস নজরুল বলেন, এটা জনপ্রিয় দাবি। আমারও দাবি। প্রধানমন্ত্রী দুই মেয়াদে বললে তো হবে না, আপনাকে কনভেন্সিং তর্ক করতে হবে। পৃথিবীর আর কোন কোন দেশে এটা আছে, বের করেন। প্রধানমন্ত্রী দুই মেয়াদ কোথাও নাই আসলে। ভারত বলেন, যুক্তরাজ্য বলেন, কোথাও নাই। আসলে দুই মেয়াদ সমাধান না। সবচেয়ে গুরত্বপূর্ণ হচ্ছে প্রধানমন্ত্রী ক্ষমতাটা কমিয়ে নেওয়া।

সংসদে উচ্চ কক্ষের ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টা বলেন, প্রধান বিচারপতি রাষ্ট্রপতি স্বাধীনভাবে নিয়োগ করতে পারে। বাংলাদেশের সংবিধানে প্রধান বিচারপতি অসীম ক্ষমতার অধিকারী; তিনি দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

লাভ শেয়ার বিডি ইউএস’র ঢাকা অফিস উদ্বোধন

রাজধানীর পল্লবীতে যুক্তরাষ্ট্র-ভিত্তিক চ্যারিটি সংগঠন ‘লাভ শেয়ার বিডি(ইউএস)- এর...

আসিফ নজরুলকে পদত্যাগ করানোর হুঁশিয়ারি নাসিরউদ্দিন

আইন উপদেষ্টা আসিফ নজরুল বিশ্বাসঘাতকতা করেছেন, এমন অভিযোগ জাতীয়...

বাংলাদেশ কারো সঙ্গে করিডোর নিয়ে আলোচনা করেনি: নিরাপত্তা উপদেষ্টা

বাংলাদেশ কোনো দেশ বা সংস্থার সঙ্গে করিডোর নিয়ে কখনো...

স্থানীয় না জাতীয় নির্বাচন আগে, সিদ্ধান্ত নেবে সরকার: ইসি

‘স্থানীয় নির্বাচন আগে হবে, নাকি জাতীয় নির্বাচন আগে হবে,...